Massive Earthquake: তীব্র ঝাঁকুনি, বাড়িতে ধরল ফাটল! মাঝরাতে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বিহার থেকে দার্জিলিং-শিলিগুড়ি, টের পেলেন কি?

Earthquake: নেপালের বাসিন্দা গণেশ নেপালি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, "আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘম ভেঙে গেল। ভূমিকম্প বুঝতে পেরেই আমরা দৌড়ে পালিয়ে যাই বাড়ি থেকে।"

Massive Earthquake: তীব্র ঝাঁকুনি, বাড়িতে ধরল ফাটল! মাঝরাতে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বিহার থেকে দার্জিলিং-শিলিগুড়ি, টের পেলেন কি?
ভূমিকম্পের উৎসস্থল।Image Credit source: X

|

Feb 28, 2025 | 6:34 AM

কাঠমাণ্ডু: প্রতিদিন ভূমিকম্প। ফের বিপদ নেমে এল নেপালে। শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে বিহার থেকে শিলিগুড়ি, দার্জিলিং পর্যন্ত কম্পন অনুভূত হল। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নেপালে একাধিক বাড়িতে ফাটল ধরেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ নেপালের বাগমতি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। আমেরিকার জিওলজিক্যাল সার্ভেও এটিকে ৫.৫ মাত্রার ভূমিকম্প বলেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত নেপালে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে একাধিক বাড়ি, পুলিশ পোস্টে ফাটল ধরেছে। কোথাও বড় ক্ষতি হয়েছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখছে।

ভূমিকম্পে বিহার, সিকিম, দার্জিলিং, শিলিগুড়িতেও বাড়িঘর কেঁপে উঠেছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ভূমিকম্পের মাত্রা বেশ জোরাল ছিল বলেই আন্দাজ করা হচ্ছে।

নেপালের বাসিন্দা গণেশ নেপালি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘম ভেঙে গেল। ভূমিকম্প বুঝতে পেরেই আমরা দৌড়ে পালিয়ে যাই বাড়ি থেকে।”

ভূমিকম্পের উৎসস্থল যেখানে, সেই ভোটে কোশি এলাকার পুরসভার চেয়ারম্যান পাসাং শেরপা বলেন, “ভূমিকম্পের জেরে দুগুনাগড়িতে ধস নেমেছে। তবে আশেপাশে বাড়ি না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি।”