Earthquake: হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্র, ৭ মাত্রার জোরাল ভূমিকম্পে কাঁপল সবকিছু, ধেয়ে আসছে সুনামি!

Tsunami Warning: ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, সুনামি হবেই। এর বেশ প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Earthquake: হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্র, ৭ মাত্রার জোরাল ভূমিকম্পে কাঁপল সবকিছু, ধেয়ে আসছে সুনামি!
আলাস্কায় পিছিয়ে গিয়েছে সমুদ্র।Image Credit source: X

|

Jul 17, 2025 | 7:37 AM

আলাস্কা: আবার কী নেমে আসছে কোনও বিপর্যয়? ভয়ঙ্কর ভূমিকম্প। ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হল আলাস্কার উপকূলে। শক্তিশালী ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই পিছিয়ে যেতে শুরু করেছে সমুদ্র। যেকোনও মুহূর্তে বিধ্বংসী ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার স্থানীয় সময়ে ১২টা ৩৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে রাত ৮টা ৩৭ মিনিটে) অতি শক্তিশালী ভূমিকম্পটি হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এর মূলকেন্দ্র ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট আইল্যান্ডের দক্ষিণে ৮৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে ২০.১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

৭.৩ মাত্রার জোরাল ভূমিকম্প হওয়ার পরই দক্ষিণ আলাস্কা ও তার উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কার পামারে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, সুনামি হবেই। এর বেশ প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কার বিভিন্ন উপকূলে সমুদ্র পিছিয়ে যেতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন।

প্রসঙ্গত, আলাস্কা প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি সবথেকে ভূমিকম্প প্রবণ অঞ্চল। একাধিক টেকটোনিক প্লেটের ঘর্ষণে প্রায়সময়ই ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ১৯৬৪ সালে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। এরপরই আলাস্কা, আমেরিকার ওয়েস্ট কোস্ট ও হাওয়াইতে বিধ্বংসী সুনামি আছড়ে পড়েছিল। ওই ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছিল।