Iran Blast: ইরানের বন্দরে ভয়ঙ্কর বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল ১০ কিমি, আহত কমপক্ষে ৪০০

Iran Blast: বিস্ফোরণের সময় বন্দরে প্রচুর সংখ্যক কর্মী কাজ করছিলেন। এই জন্যই আশঙ্কা করা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষের মৃত্য়ু হতে পারে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।  

Iran Blast: ইরানের বন্দরে ভয়ঙ্কর বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল ১০ কিমি, আহত কমপক্ষে ৪০০
ইরানের বন্দরে বিস্ফোরণ।Image Credit source: X

|

Apr 26, 2025 | 5:58 PM

তেহরান: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরান। শনিবার ইরানের শহিদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত কমপক্ষে ৪০০ জন।

ইরানের বন্দর আব্বাস শহরে অবস্থিত এই বন্দর। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এটি। এ দিন হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দর। কালো ধোঁয়ায় ঢেকে যায় বন্দর সহ আশেপাশের এলাকা। বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য আপাতত বন্দরের যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের সময় বন্দরে প্রচুর সংখ্যক কর্মী কাজ করছিলেন। এই জন্যই আশঙ্কা করা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষের মৃত্য়ু হতে পারে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।

ইরানের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, শহিদ রাজাই বন্দরে রাখা ছিল প্রচুর কন্টেনার। সেই কন্টেনারে বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিমধ্য়েই আগুন নেভানোর চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বাড়িঘরের জানালা ভেঙে গিয়েছে। আকাশ কালো ধোঁয়ার গ্রাসে চলে গিয়েছে।

যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, তার থেকে কিছুটা দূরেই ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস -র একটি নৌসেনা ঘাঁটি রয়েছে। যদিও এই বিস্ফোরণের সঙ্গে ইজরায়েলের যোগ অস্বীকার করেছে সে দেশের বাহিনী।

প্রসঙ্গত,  তেহরান থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত শহিদ রাজাই বন্দর। বিশ্বজুড়ে তেল আমদানি-রফতানির পঞ্চম বৃহত্তম প্যাসেজ এটি।