করাচি: শপিং মলে ভয়াবহ আগুন (Fire)। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। শপিং মলের (Shopping Mall) ভিতর থেকে এখনও অবধি ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকজন আটকে রয়েছেন বলে সন্দেহ। শনিবার পাকিস্তানের করাচি(Karachi)-তে একটি বহুতল শপিং মলে আগুন লেগে যায়। কীভাবে আগুন লেগেছে, তা এখনও অবধি জানা যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, করাচির রশিদ মিনহাস রোডের উপরে অবস্থিত আরজে শপিং মলে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল। বাহিনীর তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে শপিং মলের ভিতরে থাকা কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। সুরক্ষিতভাবে ৫০ জনকে বের করে আনা হয়েছে। তবে ভিতরে আরও অনেকজন আটকে রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে।
#Karachi: A fire broke out in a shopping mall near Dalmia on Rashid Minhas Road. The fire is on the roof of the shopping mall, and 2 fire brigade vehicles are busy extinguishing the fire.
Traffic may be affected in the area. #rjshoppingmall #guslhaneiqbal .#Karachi #Update; pic.twitter.com/oOOVF9Ikks— JERRY ❤️👑🤙🏻 (@SyedEbadali18) November 25, 2023
রউফ হামিদ নামক এক যুবক, যিনি অগ্নিকাণ্ডের সময় শপিং মলের ভিতরেই ছিলেন, তিনি বলেন, “মলের ভিতরে বহু মানুষ আটকে রয়েছেন। যখন আগুন লাগে, তখন আমরা অনেকে মিলে সেফ রুমের দিকে ছুটে যাই। কিন্তু এত ঘন ও কালো ধোঁয়ায় ভরে যাচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী হচ্ছে।”
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব এক্স হ্যান্ডেলে পোস্ট করে শপিং মলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কোথা থেকে শপিং মলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।