
বাগদাদ: একদিকে চলছিল বিয়ের অনুষ্ঠান, অন্যদিকে হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া। আনন্দের মুহূর্ত নিমেষে পরিণত হল বিভীষিকায়। হঠাৎ বিয়েবাড়িতে লেগে গেল আগুন (Fire)। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১০০ জনের। আহত আরও কমপক্ষে ১৫০ জন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডটি ঘটেছে উত্তর ইরাকে (Iraq)। প্রশাসনের তরফে উদ্ধারকাজ ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ইরাকের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় একটি বিয়েবাড়িতে আগুন লাগে। রাজধানী বাগদাদ থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিয়েবাড়িতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে থাকায় প্রথমে আগুন লাগার বিষয়টি খেয়াল করেননি। যতক্ষণে তাদের নজরে আসে, ততক্ষণে গোটা বিয়েবাড়ির চারদিকই আগুনের গ্রাসে চলে গিয়েছে।
প্রাণ বাঁচাতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, কিন্তু বেরনোর প্রধান দরজাই আগুনের গ্রাসে চলে যাওয়ায় কেউ বের হতে পারেননি। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১৫০ জন।
110 dead including the bride and groom in the fire incident at a wedding hall in Hamdaniyah,Iraq
550 injured
Video is from AVA Media#Iraq #Hamdaniyah pic.twitter.com/I4dSQbQi1s
— North X (@__NorthX) September 26, 2023
কী কারণে বা কোথা থেকে বিয়েবাড়িতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে অনুষ্ঠানে বাজি সহ একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন নিমেষে গোটা মণ্ডপ ও আশেপাশে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলিতে দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রাণ বাঁচাতে আর্তচিৎকার করছেন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণে চেষ্টা করছেন। ওই অনুষ্ঠানবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। একটি অংশ ভেঙেও পড়ে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই।
Video shows the aftermath of the fire in a wedding hall in Hamdaniyah
110 dead including bride and groom
550 injured #Iraq #Hamdaniyah #Fire pic.twitter.com/2duD5vmoks
— North X (@__NorthX) September 27, 2023
অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি সবধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।