Fire: মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৩৯

শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওলবাডোরও।

Fire: মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৩৯
মেক্সিকোর শরণার্থী শিবিরে আগুন। ছবি: রয়টার্স।

| Edited By: Sukla Bhattacharjee

Mar 28, 2023 | 11:29 PM

মেক্সিকো সিটি: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মেক্সিকো (Mexico)। অভিবাসীদের একটি শরণার্থী শিবিরে বিধ্বংসী আগুন (Fire) লেগে মৃত্যু হল কমপক্ষে ৩৯ জনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের একটি শরণার্থী শিবিরে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওলবাডোরও।

ন্যাশনাল মাইগ্রেসন ইনস্টিটিউট (INM)-অফিসের তরফে জানানো হয়েছে, রাস্তার ধারে বসবাসকারী শরণার্থীদের তুলে নিয়ে এসে সিউদাদ জুয়ারেজের একটি শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছিল। এদিন সেই শরণার্থী শিবিরে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে ২৯ জন গুরুতর জখম হয়েছেন বলে INM-এর তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, সিউদাদ জুয়ারেজের অগ্নিদগ্ধ শরণার্থী শিবিরটিতে মোট ৬৮ জন পুরুষ থাকতেন। সোমবার রাত ১০টা নাগাদ আচমকা শিবিরের ভিতর আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা শিবির। ঘটনায় ৩৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন এবং ২৯ জন গুরুতর জখম হয়েছেন। যদিও ঠিক কী থেকে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওলবাডোরও। তবে মৃতদের নাম, পরিচয় এবং তাঁরা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি।

মেক্সিকোর ইতিহাসে বন্দি শিবিরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলির মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস।  সিউদাদ জুয়ারেজের ফেডারেল ডেপুটি আন্দ্রেয়া শ্যাভেজ আগুনের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত,  সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার অন্যতম প্রধান রুট হল সিউদাদ জুয়ারেজ শহর। ফলে সুযোগের অপেক্ষায় অনেকেই থাকতেন এই শহরে। তাদেরই শরণার্থী শিবিরে নিয়ে এসে রাখা হয়। সাম্প্রতিক সময়ে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল।