
হংকং: বহুতলে ভয়ঙ্কর আগুন। একটা নয়, একের পর এক বহুতলে পরপর আগুন ধরে গেল। ভয়াবহ আগুনে পুড়ে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মীরও মৃত্যু হয়েছে। বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা। শেষ আপডেট অনুযায়ী, বহুতলের ৩০০ জন বাসিন্দা নিখোঁজ। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, জানা যাচ্ছে না। অন্যদিকে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্ভবত তারাই আগুন লাগিয়েছিল।
আজ, বুধবার হংকংয়ে তাই পো-তে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াং ফুক কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে নিমেষে তা উপরের বহুতল গুলিতে আগুন ছড়িয়ে পড়ে। ৪৫ মিনিটের মধ্যে একের পর এক বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। ৬টি টাওয়ারের মধ্যে ৪টিতে আগুন ধরে যায়। বহু বাসিন্দার আটকে থাকার আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
🇭🇰 MASSIVE FIRE ENGULFS HONG KONG HOUSING BLOCK
A towering blaze ripped through bamboo scaffolding in Hong Kong’s Tai Po on Wednesday, leaving two people with severe burns and several more trapped as flames jumped from one building to another.
The fire started at Wang Fuk Court… pic.twitter.com/5dxYosn3GS
— Mario Nawfal (@MarioNawfal) November 26, 2025
ওই বিল্ডিংয়ের উপরে যেহেতু প্রচুর বাঁশ গাছ লাগানো ছিল, তা আগুনে পুড়ে বহুতল থেকে ঝরে ঝরে পড়ছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছে। জানা গিয়েছে, মোট ১৯৪৩টি অ্যাপার্টমেন্ট রয়েছে বহুতলে।
#SCENE A #fire engulfed a residential building in #HongKong‘s northern #TaiPo district on Wednesday, with plumes of thick grey smoke billowing out as emergency services battled to subdue the blaze.#香港 #大埔 火灾 pic.twitter.com/QyiGmaDmMA
— ShanghaiEye🚀official (@ShanghaiEye) November 26, 2025
প্রসঙ্গত, হংকংয়ে বিগত কয়েকদিন ধরেই রেড ফায়ার ডেঞ্জার ওয়ার্নিং জারি রয়েছে। শুকনো বাতাস, দমকা হাওয়া ও দাহ্য বস্তু চারিদিকে থাকা যেকোনও মুহূর্তেই আগুন লাগতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।