Fire in coal mine: কয়লা খনিতে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১৬ জনের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 24, 2023 | 11:22 PM

China Fire: গত মাসেই উত্তর চিনের শাংসি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জনেরই খনির ভিতরে আটকে মৃত্যু হয়েছে। তার আগে গত ফেব্রুয়ারিতে চিনের উত্তরাঞ্চলে মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে হঠাৎ করে ধস নামে।

Fire in coal mine: কয়লা খনিতে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১৬ জনের
প্রতীকী ছবি।
Image Credit source: AP

Follow Us

বেজিং: ভূপৃষ্ঠের নীচে কয়লা খনিতে লাগল বিধ্বংসী আগুন (Fire)। বেরোতে না পেরে খনির মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে গেল ১৬ জন। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনের (China) দক্ষিণ-পশ্চিমের পানঝাউ শহরে। তারপর আগুন নিভলেও ১৬ জন খনিকর্মীকে শনাক্ত করার মতো চিহ্ন তাঁদের দেহে মেলেনি বলে জানিয়েছে পানঝাউ প্রশাসন।

রাজধানী, বেজিং থেকে ৩,৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পানঝাউ শহরের শানজিয়াওশু কয়লাখনিটি অবস্থিত। এদিন স্থানীয় সময়, সকাল সওয়া ৮টা নাগাদ খনিটিতে আগুন লাগে। তখন ওই খনির ভিতরে ছিলেন কমপক্ষে ১৬ জন। ওই আগুনেই জীবন্ত দগ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে পানঝাউ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই উত্তর চিনের শাংসি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জনেরই খনির ভিতরে আটকে মৃত্যু হয়েছে। তার আগে গত ফেব্রুয়ারিতে চিনের উত্তরাঞ্চলে মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে হঠাৎ করে ধস নামে। সেই ঘটনায় কয়েক ডজন মানুষ ও বহু গাড়ি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। সাম্প্রতিককালে চিনে খনিগুলির নিরাপত্তার উন্নীত করার চেষ্টা করা হয়েছে। অনেক প্রোটোকল মানা হচ্ছে। তবে এখনও দুর্ঘটনার খবরে প্রায়ই এই খনি শিল্পের নাম উঠে আসে। গত কয়েক মাস ধরে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কেবল জুনে ৫৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

Next Article