Coal mine fire: কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩২, নিখোঁজ ১৪

Kazakhstan: কাজাখস্তানের বৃহৎ ইস্পাত উৎপাদনকারী সংস্থার একটি কয়লা খনিতে আগুন লেগে যায়। এই খনিটিতে মোট ২৫২ জন কাজ করতেন। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ১৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Coal mine fire: কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩২, নিখোঁজ ১৪
কয়লা খনিতে ভয়াবহ আগুন। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 11:37 PM

আস্তানা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড খনিতে। এবার কাজাখস্তানে (Kazakhstan) কয়লার একটি খনিতে (coal mine) অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৮ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। তিনি এই ঘটনাকে কাজাখস্তানের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ’ বলে বর্ণনা করে বলেছেন। গত দু-মাসে এটি দ্বিতীয় ভয়াবহ খনি-দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজাখস্তানের বৃহৎ ইস্পাত উৎপাদনকারী সংস্থার একটি কয়লা খনিতে আগুন লেগে যায়। এই খনিটিতে মোট ২৫২ জন কাজ করতেন। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ১৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৪ জন। খনিটিতে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। প্রেসিডেন্ট বিবৃতি দিয়ে দেশের বৃহত্তম ইস্পাত মিলটিতে আপাতত বিনিয়োগ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন।

এর আগে অগস্টে কারাগান্ডা খনিতে আগুন লেগে ৪ শ্রমিকের মৃত্যু হয়। সেটিও এই একই মালিকাধীনের খনি ছিল। তার আগে ২০২২ সালের নভেম্বরে একই এলাকার একটি খনিতে মিথেন গ্যাস লিক হয়ে ৫ জনের মৃত্যু হয় এবং ৪ জন অসুস্থ হন।