Landslide: মায়ানমারে খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ৩২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 16, 2023 | 5:09 PM

Myanmar landslide: দুপুর ৩টে নাগাদ জাবে খনির ভিতর কাজ করতে নামেন কর্মীরা। তার আধঘণ্টা পরই সাড়ে ৩টে নাগাদ ওই খনিতে ধস নামে। সেই সময় ওই খনিতে কর্মরত অধিকাংশেরই মৃত্যু হয়েছে।

Landslide: মায়ানমারে খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ৩২
মায়ানমারে খনিতে ধস।
Image Credit source: AP

Follow Us

নেপিডো: খনিতে ধস (Mine landslide) নেমে ভয়াবহ দুর্ঘটনা উত্তর মায়ানমারে (Myanmar)। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। খনিতে ধস নামার ঘটনাটি সোমবার ঘটলেও বুধবারও উদ্ধারকাজ চলছে। এখনও ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে রয়েছেন বলে উদ্ধারকারী দলের অনুমান। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে মায়ানমারে। তার জেরেই রবিবার উত্তর মায়ানমারের এক প্রত্যন্ত অঞ্চলে মান্না গ্রামে জাবে খনিতে ধস নামে। সেই সময় ওই খনির ভিতরে কাজ করছিলেন কর্মীরা। আচমকা খনিতে ধস নামায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। তারপর মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ২৫ জনের দেহ উদ্ধার হয়। এদিন সকালে আরও ৫ জনের দেহ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ জাবে খনির ভিতর কাজ করতে নামেন কর্মীরা। তার আধঘণ্টা পরই সাড়ে ৩টে নাগাদ ওই খনিতে ধস নামে। সেই সময় ওই খনিতে কর্মরত অধিকাংশেরই মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে বেশিরভাগ পুরুষকর্মী ছিলেন। এভাবে একসঙ্গে ৩২ জনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাবে খনির কর্মীরা।

প্রসঙ্গত, উত্তর মায়ানমারের জেড অঞ্চল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। সোনার বেশ কয়েকটি খনি রয়েছে। স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্যের দিক থেকে এই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। আবার খনির সংখ্যা বেশি থাকায় এটাই মূল অর্থনৈতিক ক্ষেত্র। তবে ইদানিংকালে খনিতে ধস নামার ঘটনাও ঘটছে।

এর আগে ২০২০ সালে ওই একই এলাকায় একটি খনিতে ভয়াবহ ধস নেমেছিল। সেবার ১৬২ জনের মৃত্যু হয়েছিল। তার আগে ২০১৫ সালের নভেম্বরেও জাবের আরেকটি খনিতে ধস নামার ঘটনা ঘটে। সেবার ১১৩ জনের মৃত্যু হয়েছিল।

Next Article