Mia Khalifa: প্রকাশ্য রাস্তায় ‘বেইজ্জত’ মিয়া খলিফা, ধেয়ে এলেন এক ইজরায়েলি
Mia Khalifa: এর আগে বার বার প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন মিয়া খলিফা। সম্প্রতি তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, "যদি আপনি প্যালেস্টাইনের পরিস্থিতি দেখেও, প্যালেস্টাইনের পাশে না থাকেন, তাহলে আপনি ভুল দিকে আছেন। ইতিহাস তা প্রমাণ করবে।'
প্যালেস্টাইনের উপর ইজরায়েলের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে বার বার প্রকাশ্যে সরব হয়েছেন মিয়া খলিফা। ইজরায়েলিদের বিরুদ্ধে নিন্দা করেছেন। ‘ইজরায়েলি আগ্রাসন বন্ধ করার অধিকার’ এই যুক্তিতে বার বার সাফাই দিয়েছেন প্যালেস্টাইনের হয়ে। সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা নিজের মত প্রকাশ করেছেন। তা নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। কেউ প্রশংসা করেছে, কেউ নিন্দা করেছে। আর এবার এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মিয়া খলিফা। প্রকাশ্য রাস্তায় এক ইজরায়েলি মহিলা নাকি তাঁকে অনর্গল বাজেভাবে নিন্দা করে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন ট্যাক্সি ধরার জন্য অপেক্ষা করছিলেন, তখন নাকি ওই ইজরায়েলি মহিলা টানা তাঁকে ‘ফলো’ করে যাচ্ছিলেন।
সেই অভিজ্ঞতার দৃশ্য এক হ্যান্ডেলে শেয়ারও করেছেন মিয়া খলিফা। ৪৩ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মিয়া খলিফার উদ্দেশে এক মহিলা হিব্রু ভাষায় কিছু বলছেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ইজরায়েলের মানুষ বেঁচে থাকুক।’ এরপর মিয়ার দিকে এগিয়ে এসে ওই মহিলা আবারও বললেন, একই কথা। তখন মিয়াও মুখ খুলেন। দূরে সরে যেতে বলেন ওই ইজরায়েলি মহিলাকে। বলেন, ‘সরে দাঁড়ান। আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে।’
The Zionists are losing the plot. She followed me through the lobby calling me slurs and didn’t stop the entire time she was waiting for her UberPool at the Antique Jewelry Fair. She’s a vendor- something she made abundantly clear so I guess this is what her business stands for: pic.twitter.com/8Bvw5yYEYJ
— Mia K. (@miakhalifa) January 15, 2024
মিয়া খলিফা সেই দৃশ্য এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ওই মহিলা তাঁকে অনুসরণ করছিলেন এবং নাগাড়ে কুকথা ও নিন্দা করে যাচ্ছিলেন।
প্রসঙ্গত, এর আগে বার বার প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন মিয়া খলিফা। সম্প্রতি তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, “যদি আপনি প্যালেস্টাইনের পরিস্থিতি দেখেও, প্যালেস্টাইনের পাশে না থাকেন, তাহলে আপনি ভুল দিকে আছেন। ইতিহাস তা প্রমাণ করবে।’