ফাইজ়ার, কোভিশিল্ডের পর ব্রিটেনে ছাড়পত্র পেল মডার্না

সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছেন, ইতিমধ্যেই সে দেশে করোনা প্রতিষেধক পেয়েছেন ১ কোটি ৫০ লক্ষ মানুষ।

ফাইজ়ার, কোভিশিল্ডের পর ব্রিটেনে ছাড়পত্র পেল মডার্না
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 9:23 PM

লন্ডন: ফাইজ়ার, কোভিশিল্ডের পর এবার মডার্নাকেও (Moderna) ছাড়পত্র দিল ব্রিটেন (UK)। সে দেশে ইতিমধ্যেই আপদকালীন অনুমোদনের মাধ্যমে টিকাকরণ শুরু হয়েছে ফাইজ়ার ও কোভিশিল্ডের। এবার মডার্নার প্রতিষেধক আনার কথা জানাল ব্রিটেন। নতুন অনুমোদনের ফলে ব্রিটেন মোট ১ কোটি ৭০ লক্ষ মডার্না প্রতিষেধক পাবে।

সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছেন, ইতিমধ্যেই সে দেশে করোনা প্রতিষেধক পেয়েছেন ১ কোটি ৫০ লক্ষ মানুষ। মডার্নার প্রতিষেধক এলে টিকাকরণ আরও দ্রুত হবে বলেও আশাবাদী তিনি। এর আগে আমেরিকায় অনুমোদন পেয়েছে মডার্না। সে দেশে বেশ কয়েকদিন আগে থেকেই চলছে মডার্নার টিকাকরণ।

আরও পড়ুন: পার পেল না থিম্পু! করোনায় প্রথম মৃত্যু ভুটানে

মডার্না দাবি করেছিল, তাদের করোনা প্রতিষেধক ৯৪ শতাংশ কার্যকরী। আমেরিকা ছাড়াও মডার্নাকে অনুমোদন দিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। করোনার নতুন ‘স্ট্রেনের’ সংক্রমমের ফলে দ্রুত গতিতে করোনা ছড়িয়েছে ব্রিটেনে। সে দেশের করোনা পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে, খোদ সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছিলেন, লন্ডনের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তারপরেই ব্রিটেনের সঙ্গে উড়ান পথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল একাধিক দেশ।