BNP-Muhammad Yunus: ইউনূসের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ, ঢাকার মাটিতে চরম হুঁশিয়ারি বিএনপির
Bangladesh Election: জুলাই সনদে সই করার পর বিএনপি এখন দাবি করছে যে আলাদাভাবে গণভোট করা যাবে না। যদি গণভোট করা হয়, তাহলে আগামী বছরের জাতীয় নির্বাচনের সময়ই তা করতে হবে। এদিকে, জামাতের দাবি আগেই গণভোট করতে হবে।

ঢাকা: বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে অস্থিরতা। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। জনগণের পাশাপাশি এবার সুর চড়াচ্ছে রাজনৈতিক দলগুলিও। ৭ নভেম্বর, বৃহস্পতিবারই খালেদা জিয়ার দল, বিএনপি সরাসরি ক্ষোভ উগরে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বললেন যে জামাত সহ আটটি দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র”।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল ঢাকার নয়াপল্টনে বিএনপি এক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছিল। সেখান থেকেই মির্জা ফখরুল বলেন যে একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।
বিএনপির দাবি, ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচন হবে, তখনই গণভোট হতে হবে। এর সপক্ষে যুক্তি দিয়ে মির্জা ফখরুল বলেন, “দুটি ভোট আলাদা করে আয়োজন করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাইছে, তারা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।”
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির ক্রমাগত চাপের পর মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করার ঘোষণা করেছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এর মধ্যেই সাক্ষরিত হয়েছে জুলাই সনদ। যেখানে গত বছরের জুলাই আন্দোলনে নিহতদের শহিদ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আবার গণভোটের কথাও বলা হয়েছে। এই জুলাই সনদে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলগুলি সই করে। তবে এনসিপি এই সনদে স্বাক্ষর করেনি।
জুলাই সনদে সই করার পর বিএনপি এখন দাবি করছে যে আলাদাভাবে গণভোট করা যাবে না। যদি গণভোট করা হয়, তাহলে আগামী বছরের জাতীয় নির্বাচনের সময়ই তা করতে হবে। এদিকে, জামাতের দাবি আগেই গণভোট করতে হবে। বাংলাদেশের সংসদে উচ্চ কক্ষ তৈরি এবং সেখানে তাদের সমান প্রতিনিধিত্বের দাবি করেছে। বিএনপির অভিযোগ, ইউনূস সরকার এখন জামাতের হাতে পরিচালিত হচ্ছে।
এদিকে, জামাতও হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। জামাতের সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের বলেছেন, “ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোট ঘোষণা করছে না। নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সোজা আঙুলে ঘি না-উঠলে আঙুল বাঁকা করব।”
