আমেরিকা: মা-মেয়ের সম্পর্কের রসায়ন সব সময়ই অন্যরকম। তারা সব সময় একে অন্যের মতো দেখতে হয় এমনটা নয়। অনেক সময়ই মা ও মেয়েকে বোনের মতো দেখায়। এমন অনেক সময়ই হয়, যখন মা-কে দেখে আশপাশের লোকজন মেয়ের মাসি বা বড় দিদি ভেবে ভুল করে। বর্তমানে এমন একজন মা-মেয়ে সংবাদ শিরোনামে রয়েছেন। তাঁদের দেখতে এক রকম না হলেও তাঁদের বয়সের পার্থক্য মাত্র সাত বছরের। অর্থাৎ মেয়ের থেকে মা মাত্র সাত বছরের বড়।
আমেরিকায় বসবাসকারী এই মা ও মেয়েকে দেখলে আপনি কার্যত ভিরমি খাবেন। কারণ এদের একজনের বয়স ২৯ বছর। মেয়ের বয়স ২২। দুজনের চেহারা একে অপরের মতো। ২৯ বছর বয়সী সাভানা চ্যাপিন জানিয়েছেন, তিনি তাঁর মেয়ে টিজির থেকে মাত্র সাত বছরের বড়। যা শুনে অবাক সকলে। যখন তাঁরা একসঙ্গে চলাফেরা করেন তখন তাঁদের চেহারায় এতটাই মিল যে দেখতে যমজ বোনের মতো লাগে। তবে মায়ের থেকে মেয়ে সাত বছরের বড়? এটা কীভাবে সম্ভব?
আসলে সাভানা টিজির সৎ মা। তিনি টিজির বাবা ক্রিস চ্যাপিনের দ্বিতীয় বিবাহিত স্ত্রী। সাভানা বলেছেন, প্রথম দিকে তাঁর সৎ মেয়ের সঙ্গে তাঁর তেমন ভাল সম্পর্ক ছিল না। কিন্তু এখন বেশ বন্ধু হয়ে উঠেছে। সাভানা জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা বললে আশপাশের মানুষ তাঁদের গালিগালাজ করতে শুরু করে। যেহেতু তাঁর স্বামী তাঁর থেকে ষোলো বছরের বড় এবং তাঁর মেয়ে প্রায় সাভানার সম বয়সী। সেই কারণে অনেকেই তাঁকে কটাক্ষ করতেন।