
ঢাকা: বাংলাদেশের পটচিত্রে তাঁর আগমন বড় অনাকাঙ্খিত। শেখ হাসিনার ‘ভেঙে যাওয়া’ বাংলাদেশের নতুন মুখ যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হবেন তা একাংশ ধারণাও করতে পারেননি। গত এক বছরের বেশি সময়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশ চিনেছে অন্য ভাবে। ওয়াকিবহাল মতে, হাসিনার আমলে তিনি ছিলেন ‘কোণঠাসা’। তাই বিশেষ পরিচিত পাননি। তবে এখন তাঁর ছবিটা মানুষের কাছে ‘স্বচ্ছ কাচের’ মতো। সংস্কারের কথা বলা ইউনূস এখন ‘সংস্কৃতি বিমুখী’ বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কিন্তু ব্যক্তি জীবনে তিনি কেমন?
ইউনূসের নুর
বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে নুরজাহান বেগমকে নিয়োগ করেন তিনি। কে এই নুরজাহান? ইউনূসের সঙ্গে তাঁর ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে বলেই গুঞ্জন নানা মহলে। ১৯৭৬ সালে গ্রামী ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পদে থাকা নুরজাহান এখন ইউনূসের উপদেষ্টা সভার স্বাস্থ্য উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান
তাঁকে নিয়েও গুঞ্জন কম নয়। প্রধান উপদেষ্টা ইউনূসের অন্যতম ঘনিষ্ঠ বান্ধবী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা।
লামিয়া মোরশেদ
ইউনূসের আমলে আরও এক ‘বান্ধবী’ লামিয়া মোরশেদ পেয়েছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়কের পদ। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল। যে চুক্তি এখনও চলছে।
বিয়ে করেননি ইউনূস?
এত গেল বান্ধবীদের নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের কথা। কিন্তু ইউনূস কি বিয়ে করেননি? এই প্রসঙ্গ উঠলেই ফিরে যেতে হয় ১৯৬৭ সাল। আমেরিকার ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য় গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। সেই সময় সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় রাশিয়ান তরুণী ভেরা ফোরেস্তেনকোর। কিছুদিনের মধ্য়েই প্রেম। তিন বছর পর, ১৯৭০ সালে বিয়ে। ১৯৭২ সালে বাংলাদেশে ফিরে আসেন স্ত্রীকে নিয়ে।
এরপর ১৯৭৭ সালে জন্ম হয় মনিকা ইউনূসের। তারপর সম্পর্কে ফাটল। তিক্ততা এতটাই বেড়েছিল যে তিন মাসের কন্যাসন্তানকে নিয়ে আমেরিকার নিউ জার্সি চলে যান ভেরা। তারপর থেকেই ইউনূস-ভেরার মধ্যে আর যোগাযোগ নেই বলে দাবি করেন অনেকে। তবে বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মনিকার।
এত গেল প্রথম বিয়ে। তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়েটি তিনি করেছিলেন বাংলার বর্ধমান শহরের মেয়ের সঙ্গে। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম আফরোজি বিবি। বর্ধমান শহরের রানিগঞ্জের বাসিন্দা সে। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। সেখানেই প্রেম। তারপর ইউনূসের সঙ্গে বিয়ের পর বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতে চলে যান তিনি। ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতেই আনন্দ ছড়িয়েছিল বর্ধমানে স্থিতু আফরোজীর বাড়িতেও। তাঁদের একটি মেয়ে রয়েছেন। যাঁর নাম ডিনা আফ্রোজ ইউনূস। তিনি সম্ভবত আমেরিকাতেই থাকেন।