Vancouver Festival Accident: চলছিল উৎসব, ভরা রাস্তায় একের পর এক মানুষকে গাড়ি দিয়ে পিষে দিল চালক, তারপর…

Vancouver Festival Accident: ইতিমধ্যে, ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। নিউ ডেমোক্র্যাটিক এমপি ডন ডেভিস 'ভয়াবহ আক্রমণ' সম্পর্কে টুইট করেছেন।

Vancouver Festival Accident: চলছিল উৎসব, ভরা রাস্তায় একের পর এক মানুষকে গাড়ি দিয়ে পিষে দিল চালক, তারপর...

Apr 27, 2025 | 12:15 PM

কানাডার ভ্যাঙ্কুভারে চলছে লাপু লাপু ফিলিপিনো উৎসব। খুশির উৎসব যে কান্নার রোলে পরিণত হবে তা কে জানত? শনিবার ওই ভিড় রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একসঙ্গে বেশ কয়েকজনকে চাপা দিয়ে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিকের, আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানিয়েছে ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ (ভিপিডি)। চালককে আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টার ঠিক পরে, ই. ৪১ অ্যাভিনিউ এবং ফ্রেজারে স্ট্রিটে ফেস্টিভ্যাল চলাকালীন ঘটে এই ঘটনা।

এক্স মাধ্যমে একটি পোস্ট করে পুলিশ জানিয়েছে, “আজ রাত ৮টার কিছু পরে ই. ৪১তম অ্যাভিনিউ এবং ফ্রেজারে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে এক গাড়িচালক ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত এগোলে আমরা আরও তথ্য সরবরাহ করব।”

ইতিমধ্যে, ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। নিউ ডেমোক্র্যাটিক এমপি ডন ডেভিস ‘ভয়াবহ আক্রমণ’ সম্পর্কে টুইট করেছেন।

প্রসঙ্গত, ভ্যাঙ্কুভারের লাপু-লাপু ডে ব্লক পার্টি হল ফিলিপিনো একটি প্রাচীন সংস্কৃতি। ফিলিপাইনের প্রথম জাতীয় বীর, একজন আদিবাসী ভিসায়ান সর্দার। ১৫২১ সালে তাঁর নেতৃত্বে ম্যাকটান যুদ্ধে স্প্যানিশ উপনিবেশকারীদের বিরুদ্ধে জয় লাভ করে ফিলিপাইনরা। সেই নেতাকে সম্মান জানাতেই এই উৎসব।