Modi-Trump: বৈঠক শেষে বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বললেন ‘মোদী দেখে নেবেন…’
Modi-Trump: ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য-চুক্তি হতে চলেছে। উল্লেখ্য, মোদীর সঙ্গে বৈঠকের ঘণ্টাখানেক আগে ডোনাল্ড ট্রাম্প সব দেশের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন।

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর প্রথমবার তাঁর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকেও করেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমখি হয়ে শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, “আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে। আমরা দুজনেই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দিই।” অন্যদিকে মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, “উনি ভারতে দারুণ কাজ করছেন। আমার সঙ্গে ওঁর এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।”
বাংলাদেশ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, “আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিলাম।”
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে উঠতেই মোদী বলেন, “অনেকেই হয়ত বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল।” প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। যুদ্ধক্ষেত্রে কখনই সমাধান সূত্র পাওয়া যায় না।
একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য-চুক্তি হতে চলেছে। উল্লেখ্য, মোদীর সঙ্গে বৈঠকের ঘণ্টাখানেক আগে ডোনাল্ড ট্রাম্প সব দেশের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দশম বার আমেরিকা সফর সারলেন নরেন্দ্র মোদী। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর করেছিলেন মোদী।





