Modi’s Tribute to Mahatma Gandhi: ‘দিকে দিকে ছড়িয়ে আছে গান্ধীজির আদর্শ’, রোমে বাপুকে শ্রদ্ধা জ্ঞাপন মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 29, 2021 | 8:02 PM

Narendra Modi in Rome: বিশ্ব জুড়ে বাপুর আদর্শ সমাদৃত হয়েছে। টুইটে শ্রদ্ধাজ্ঞাপনের ছবি পোস্ট করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 8
যে কোনও দেশে সফরে গেলে মহাত্মা গান্ধীতে শ্রদ্ধা জানাতে ভোলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে গিয়েও তার ব্যতিক্রম হল না। শুক্রবার রোম সফরে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। মোদী লিখেছেন, মহাত্মা গান্ধীর আদর্শ দেশে দেশে সমাদৃত হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ মিলল রোমে। জি-২০ বৈঠকে অংশ নিতে রোমে গিয়েছেন তিনি। তবে এটাই প্রথমবার নয়। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, যে দেশেই গিয়েছেন নরেন্দ্র মোদী, সেখানেই শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

যে কোনও দেশে সফরে গেলে মহাত্মা গান্ধীতে শ্রদ্ধা জানাতে ভোলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে গিয়েও তার ব্যতিক্রম হল না। শুক্রবার রোম সফরে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। মোদী লিখেছেন, মহাত্মা গান্ধীর আদর্শ দেশে দেশে সমাদৃত হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ মিলল রোমে। জি-২০ বৈঠকে অংশ নিতে রোমে গিয়েছেন তিনি। তবে এটাই প্রথমবার নয়। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, যে দেশেই গিয়েছেন নরেন্দ্র মোদী, সেখানেই শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

2 / 8
২০১৪ সালের সেপ্টেম্বরে মার্কিন সফরে গিয়েছিলেন মোদী। ওয়াশিংটন ডিসি-তে শ্রদ্ধা জানান বাপুকে। ওই বছরেই নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও ব্রিসবেনে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে তিনি বলেছিলেন, ১৮৬৯-র ২ অক্টোবর নিছক একজন মানুষের জন্ম হয়নি, এক যুগের জন্ম হয়েছিল।

২০১৪ সালের সেপ্টেম্বরে মার্কিন সফরে গিয়েছিলেন মোদী। ওয়াশিংটন ডিসি-তে শ্রদ্ধা জানান বাপুকে। ওই বছরেই নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও ব্রিসবেনে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে তিনি বলেছিলেন, ১৮৬৯-র ২ অক্টোবর নিছক একজন মানুষের জন্ম হয়নি, এক যুগের জন্ম হয়েছিল।

3 / 8
মরিসাসে গিয়েও বাপুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। ২০১৫-র এপ্রিলে জার্মানির হ্যানোভারে গিয়ে গান্ধীজির মূর্তি উন্মোচন করেন ও শ্রদ্ধা জানান।

মরিসাসে গিয়েও বাপুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। ২০১৫-র এপ্রিলে জার্মানির হ্যানোভারে গিয়ে গান্ধীজির মূর্তি উন্মোচন করেন ও শ্রদ্ধা জানান।

4 / 8
২০১৫-র জুলাই মাসে তুর্কমেনিস্তানের আসগাবাটে  গান্ধীজির মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদী। ওই সামেই কিরগুস্তানে বিসকেকে আরও এক গান্ধীজির মূর্তি উন্মোচন করেন তিনি।

২০১৫-র জুলাই মাসে তুর্কমেনিস্তানের আসগাবাটে গান্ধীজির মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদী। ওই সামেই কিরগুস্তানে বিসকেকে আরও এক গান্ধীজির মূর্তি উন্মোচন করেন তিনি।

5 / 8
২০১৫-তেই ইউকে সফরে যান মোদী। ইউকে পার্লামেন্টের বাইরে থাকা গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জানান মোদী। তাঁর সঙ্গে ছিলেন ইউকে-র তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

২০১৫-তেই ইউকে সফরে যান মোদী। ইউকে পার্লামেন্টের বাইরে থাকা গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জানান মোদী। তাঁর সঙ্গে ছিলেন ইউকে-র তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

6 / 8
জীবনের বেশ কয়েকটা বছর দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন গান্ধীজি। ২০১৬-তে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী গান্ধীজর স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিদর্শন করেন। জোহানেসবার্গে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।

জীবনের বেশ কয়েকটা বছর দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন গান্ধীজি। ২০১৬-তে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী গান্ধীজর স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিদর্শন করেন। জোহানেসবার্গে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।

7 / 8
২০১৬ তে কেনিয়া সফরে গিয়ে নাইরোবি বিশ্ববিদ্য়ালয় পরিদর্শন করেন তিনি। সেখানে শ্রদ্ধা জানান গান্ধীজিকে।

২০১৬ তে কেনিয়া সফরে গিয়ে নাইরোবি বিশ্ববিদ্য়ালয় পরিদর্শন করেন তিনি। সেখানে শ্রদ্ধা জানান গান্ধীজিকে।

8 / 8
২০১৭-তে পর্তুগাল সফরে যান তিনি। সেখানে গিয়ে পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিয়ো কোস্টার সঙ্গে লিসবনে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী।

২০১৭-তে পর্তুগাল সফরে যান তিনি। সেখানে গিয়ে পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিয়ো কোস্টার সঙ্গে লিসবনে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী।

Next Photo Gallery