Narendra Modi: রাশিয়ায় গিয়ে হঠাৎ মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী মোদী, রাশিয়ার সঙ্গে কী যোগ মিঠুনের

Jul 09, 2024 | 3:51 PM

Narendra Modi in Russia: রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে রাজ কাপুরের 'শ্রী ৪২০' ছবির কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, "রাশিয়া নামটার সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। রাশিয়া হল ভারতের সুখ-দুঃখের সঙ্গী।"

Narendra Modi: রাশিয়ায় গিয়ে হঠাৎ মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী মোদী, রাশিয়ার সঙ্গে কী যোগ মিঠুনের
মিঠুনের কথা বললেন মোদী
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক পুরনো ও দৃঢ়। দুই দেশের সুসম্পর্ক বোঝাতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই বলিউডের ছবি, গান, অভিনেতাদের কথা বললেন তিনি। রাশিয়ার রাজধানী মস্কোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, গত ১০ বছরে ৬ বার রাশিয়ায় সফর করেছেন তিনি, ১৭ বার দেখা হয়েছে পুতিনের সঙ্গে।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “রাশিয়া নামটার সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। রাশিয়া হল ভারতের সুখ-দুঃখের সঙ্গী। প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে গেঁথে আছে সেই গান- সর পে লাল টোপি রুশি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।”

এই প্রসঙ্গেই মিঠুন চক্রবর্তীর কথা বলেন তিনি। মোদী উল্লেখ করেন, রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা অনেক বেশি। তাঁকে এখানে সবাই ‘জিম্মি’ নামে চেনেন। ১৯৮২ সালের ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে মিঠুনের চরিত্রের নাম ছিল ‘জিম্মি’।

উল্লেখ্য, আশির দশকে যখন ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয়তা তুঙ্গে, তখন ভারত সফরে এসে মিঠুনের কথা বলেছিলেন সোভিয়েত লিডার মিখাইল গরবাচেভ। তাঁকে যখন অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ করানো হয়, তখন তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে কিন্তু মিঠুনকেই চেনেন।’

পাশাপাশি, ভারত-রাশিয়া সম্পর্ক পোক্ত করতে পুতিনের ভূমিকার কথাও উল্লেখ করেন নরেন্দ্র মোদী। ভারত যে রাশিয়াকে কতটা বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করে, সে কথাও একাধিকবার মনে করিয়ে দিয়েছেন মোদী।

Next Article