Nawaz Sharif: পাশা পাল্টাচ্ছে পাকিস্তানে? ফের কি নওয়াজ শরিফই প্রধানমন্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 17, 2023 | 12:59 PM

Nawaz Sharif: ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন নওয়াজ। মূলত চিকিৎসার কারণে তিনি বিদেশে রয়েছেন বলে জানা যায়।

Nawaz Sharif: পাশা পাল্টাচ্ছে পাকিস্তানে? ফের কি নওয়াজ শরিফই প্রধানমন্ত্রী?
ফাইল ছবি

Follow Us

ইসলামাবাদ : আবারও পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ, আর তিনি ফিরলেই নাকি বদলে যাবে পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র। সম্প্রতি এক বৈঠকে এমনটাই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২০১৭ সালে পাক সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছিল নওয়াজ শরিফকে। এরপরই দেশ ছেড়েছিলেন তিনি। দলের কোনও পদে থাকতে পারবেন না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। তবে তাঁর ভাই তথা বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দাবি, আবার পাকিস্তানে ফিরছেন নওয়াজ। তিনি ফের প্রধানমন্ত্রী হবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি পিএমএলএন-এর জেনারেল কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকেই নওয়াজের ফেরার কথা জানিয়েছেন তিনি। সূত্রের খবর, দলের নেতা-কর্মীদের তিনি বলেছেন, নওয়াজ শরিফ ফিরে দলীয় বৈঠক করবেন। তাঁকে দলের প্রেসিডেন্ট পদ ফিরিয়ে দেওয়া হবে বলেও দাবি করেছেন শাহবাজ শরিফ।

২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন নওয়াজ। মূলত চিকিৎসার কারণে তিনি বিদেশে রয়েছেন বলে জানা যায়। তিনি দলের প্রেসিডেন্ট পদ ছাড়ার পর দায়িত্ব নেন শাহবাজ শরিফ। বর্তমানে দলে তরুণ নেতা-নেত্রীর প্রয়োজন আছে বলেও বৈঠকে জানিয়েছেন শাহবাজ শরিফ। এই প্রসঙ্গে তিনি তুলে আনেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফের নাম। তিনি আরও বলেন, ‘দেখতে পাবেন নওয়াজ শরিফ এলে কীভাবে পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রটাই বদলে যাবে।’

পানামা পেপার মামলায় ২০১৭ সালের ২৮ জুলাই পাক সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর প্রধানমন্ত্রী পদ ছেড়েছিলেন নওয়াজ শরিফ। অবৈধ আয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এক বছর পর তাঁর দলীয় পদও বাতিল হয়ে যায় আদালতের নির্দেশে। তাহলে তিনি ফিরে দলের দায়িত্ব নেবেন কীভাবে?

সম্প্রতি সুপ্রিম কোর্টে রায় ও নির্দেশ সংক্রান্ত একটি আইনে সই করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। সেই আইন অনুযায়ী, কোনও পদ খারিজ হলে ৬০ দিনের মধ্যে সেই পদ ফেরানোর জন্য আবেদন করা যাবে। মনে করা হচ্ছে, সেই আইনেই প্রশস্ত হচ্ছে নওয়াজ শরিফের ফেরার পথ। সেই আইনে প্রেসিডেন্ট সই করার কয়েক সপ্তাহের মধ্যেই নওয়াজের ফেরার আশা দেখালেন শাহবাজ শরিফ।

Next Article