কাঠমাণ্ডু: হ্যাকারদের কবলে এবার নেপালের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। বৃহস্পতিবার সকালেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ডর টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে দেখা যায় ‘BLUR’ নাম। এরপরই প্রচণ্ডর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে নেপালের প্রধানমন্ত্রীর অফিসের (PMO) তরফে জানানো হয়। তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে বলে প্রচণ্ডর (Nepal PM) সচিব রমেশ মাল্লা জানিয়েছেন।
নেপালের PMO সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শেষবার পুষ্প কমল দহল প্রচণ্ডর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল। তারপর এদিন ভোরে দেখা যায়, প্রধানমন্ত্রী প্রচণ্ডর টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলে গিয়েছে। ‘@PM_nepal’-এর বদলে কালো রঙের উপর ‘Blur’ লেখা দেখা যায়। এমনকি ডিজিটাল কারেন্সি নিয়ে দুটি টুইটও পোস্ট করা হয় নেপালের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে।
Nepal PM’s official Twitter account hacked
Read @ANI Story | https://t.co/HRFQvTaI7E#NepalPM #Twitteraccounthacked #Twitter pic.twitter.com/48piVMNVKB
— ANI Digital (@ani_digital) March 16, 2023
প্রধানমন্ত্রী প্রচণ্ডর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপরতার সঙ্গে সেটি পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। তারপর সন্ধ্যায় প্রচণ্ডর সচিব রমেশ মাল্লা জানান, প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। তবে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর যে দুটি টুইট পোস্ট করা হয়েছিল, সেগুলি মুছে ফেলা যায়নি বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সাইবার হামলার কবলে পড়েছিল প্রচণ্ড সরকারের শতাধিক ওয়েবসাইট। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে এই সরকারি ওয়েবসাইটগুসি বসে গিয়েছিল। যে কোনও দেশের সাইবার হামলার মধ্যে এটি দীর্ঘতম হামলা বলে রিপোর্টে প্রকাশিত।