TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee
Dec 31, 2022 | 11:47 PM
পূর্বের দেশগুলিতে ঘড়ি আগে চলে। তাই ভারতের আগেই বর্ষবরণ উদযাপিত হল অস্ট্রেলিয়ায়। দু-বছর পর বিধি-নিষেধ ছাড়া লাগামহীনভাবে আলোর রোশনাই ও কোলাহলের সঙ্গে বর্ষবরণ উদযাপিত হল অস্ট্রেলিয়ার সিডনিতে। ছবি সৌজন্য: এএফপি।
আলো ও বাজির রোশনাইয়ে সেজে উঠেছে অস্ট্রেলিয়ার সিডনি। ২০২৩-কে স্বাগত জানানোর মুহূর্তের সিডনির এক টুকরো ছবি। ছবি সৌজন্য: এএফপি।
প্রতিদিনের সমস্যা, প্রশাসনিক বেড়াজাল উপেক্ষা করে বর্ষলবরণের আনন্দে মেতে উঠেছে দক্ষিণ কোরিয়াও। দক্ষিণ কোরিয়ার সিওল শহরের বর্ষবরণের মুহূর্তের এক টুকরো ছবি। ছবি সৌজন্য: এএফপি।
কোভিড মহামারী কাটিয়ে নতুন করে বাঁচতে উৎসূক গোটা বিশ্ব। আলো ও বাজির রোশনাইয়ের সঙ্গে ২০২৩-কে স্বাগত জানাল অকল্যান্ড। ছবি সৌজন্য: এএফপি।
অকল্যান্ডের বর্ষবরণের চোখ ধাঁধানো আলো ও বাজির রোশনাইয়ে বিহ্বল গোটা বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্ত বিশেষ। ছবি সৌজন্য: পিটিআই।
দু-বছর পর জমায়েত সরিয়ে এবারে ভারতও মেতে উঠেছে বর্ষবরণের আনন্দে। বর্ষবরণের প্রাক্কালে নাচে-গানে ২০২২-কে বিদায় জানাতে ভিড় কলকাতার পাব সহ বিভিন্ন স্থানে। মুম্বই, দিল্লি সহ অন্যান্য শহরেও একই ছবি। নিজস্ব চিত্র।