New York New Mayor: আমেরিকায় নয়া অধ্যায়, নিউ ইয়র্কের নতুন মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জ়োহরান মামদানি

Indian-American Muslim Zohran Mamdani: নির্বাচনে জয়ী হওয়ার পরই সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আক্রমণ শানিয়েছেন নিউ ইয়র্কের নতুন মেয়র। নিজের জয়কে নিউ ইয়র্কের জন্য এক নতুন অধ্যায় বলেই উল্লেখ করেন। এক সময় এই জ়োহরান বলেছিলেন যে তিনি ট্রাম্পের সবথেকে বড় দুঃস্বপ্ন।

New York New Mayor: আমেরিকায় নয়া অধ্যায়, নিউ ইয়র্কের নতুন মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জ়োহরান মামদানি
নিউ ইয়র্কের নতুন মেয়র জ়োহরান মামদানি।Image Credit source: PTI

|

Nov 05, 2025 | 12:38 PM

নিউ ইয়র্ক: আমেরিকার ইতিহাসে নয়া অধ্যায়। ডেমোক্রাটদের বিরাট জয়। জ়োহরান মামদানি নির্বাচিত হলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসাবে। তিনিই প্রথম ভারতীয়-আমেরিকান মেয়র। ৩৪ বছরের জ়োহরান প্রথম মুসলিম মেয়রও বটে। নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান নেতা কার্টিস সিলভাকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

নিউ ইয়র্কের সবথেকে কম বয়সী মেয়র জ়োহরান। আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে তিনি নিউ ইয়র্ক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনে জয়ী হওয়ার খবর পেতেই ডেমোক্রাট প্রার্থী একটি ভিডিয়ো পোস্ট করেন নিউ ইয়র্ক সাবওয়ের, যেখানে দেখা যাচ্ছে সিটি হল স্টেশনে ট্রেনের দরজা খুলতেই দেওয়ালে লাগানো পোস্টারে দেখা যাচ্ছে “জ়োহরান ফর নিউ ইয়র্ক সিটি”। পিছনে ঘোষণা শোনা যাচ্ছে দ্য নেক্সট অ্যান্ড স্টপ ইজ সিটি হল। মজার বিষয় হল, সিটি হলেই মেয়রের অফিস অবস্থিত।

নির্বাচনে জয়ী হওয়ার পরই সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আক্রমণ শানিয়েছেন নিউ ইয়র্কের নতুন মেয়র। নিজের জয়কে নিউ ইয়র্কের জন্য এক নতুন অধ্যায় বলেই উল্লেখ করেন। এক সময় এই জ়োহরান বলেছিলেন যে তিনি ট্রাম্পের সবথেকে বড় দুঃস্বপ্ন। আজও সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন যে যে শহর তাঁকে (ট্রাম্প) উত্থানে সাহায্য করেছিল, তারা তাঁকে হারাতেও পারে।

ট্রাম্পকে সরাসরি বার্তা দিয়ে জ়োহরান বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য চারটে শব্দ আছে: ভলিউমটা বাড়িয়ে নিন”। এরপর বলেন, “যদি কোনও দেশ ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে পারে যে কীভাবে তাঁকে হারাতে হয়, তা হল এই শহর যারা তাঁকে উত্থান দিয়েছিল। এই রাজনৈতিক অন্ধকার সময়ে নিউ ইয়র্ক আশার আলো হবে।”

জ়োহরানের কথা হয়তো সত্যিই। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন, “এবং এটা শুরু হল!” (“AND SO IT BEGINS!”)