US Tariff on China: ১৪৫ শতাংশ শুল্ক! সুদের অঙ্কও ‘ফেল’ ট্রাম্পের কাছে, চিন কি রফতানিই বন্ধ করে দেবে?

US Tariff on China: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে আরও শুল্কের খাঁড়া নামিয়েছেন। ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা তো করেছিলেনই, এবার ১৪৫ শতাংশ করলেন শুল্ক।

US Tariff on China: ১৪৫ শতাংশ শুল্ক! সুদের অঙ্কও ফেল ট্রাম্পের কাছে, চিন কি রফতানিই বন্ধ করে দেবে?
ট্যারিফ চাপিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Apr 11, 2025 | 7:58 AM

ওয়াশিংটন: সরল বা চক্রবৃদ্ধি সুদের হার, অঙ্কের কোনও ফর্মুলাই মিলছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাবের সঙ্গে। প্রতিদিন তিনি ইচ্ছামতো শুল্ক চাপিয়ে যাচ্ছেন চিনের উপরে। বুধবারই চিনের উপরে শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করে দেন। সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার শুল্ক বাড়ালেন ট্রাম্প। এবার কত শতাংশ শুল্ক চাপানো হল চিনের উপরে?

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে আরও শুল্কের খাঁড়া নামিয়েছেন। ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা তো করেছিলেনই, এবার ১৪৫ শতাংশ করলেন শুল্ক। তবে চিনের রফতানি করা সব পণ্য নয়, একাধিক পণ্যের উপরে ১৪৫ শতাংশ করে শুল্ক নেবে আমেরিকা। হোয়াইট হাউসের তরফেও এই খবরে মান্যতা দেওয়া হয়েছে।

যেখানে বাকি দেশকে ৯০ দিনের ছাড় দিচ্ছেন, সেখানেই চিনের উপরে শুল্ক লাগাতার বাড়িয়েই চলেছেন ট্রাম্প। কার্যত চিনের বাণিজ্যের পথই বন্ধ করে দিচ্ছেন।

জানা গিয়েছে, চিনা পণ্যে শুল্ক বসানোয় ক্ষতির মুখে পড়তে হতে পারে আমেরিকাকে, এই আশঙ্কাও উড়িয়ে দেননি ট্রাম্প। সেই কারণেই অত্য়াবশ্যকীয় পণ্য, যেমন স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, অটো পার্টস, ফার্মাসিউটিক্যালস, সেমি কন্ডাক্টর, কাঠ ও এনার্জি বা শক্তি সংক্রান্ত পণ্যের উপরে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

বর্তমানে বেজিং ও ওয়াশিংটনের মধ্য়েই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে কোন পণ্যে শুল্ক রয়েছে, আর কোন পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। আমেরিকার শুল্কের কোপ এড়াতে চিন ইতিমধ্যেই ইউরোপমুখী হয়েছে বাণিজ্যের জন্য।