Nobel Prize 2024: যৌথভাবে অর্থনীতিতে নোবেল জিতলেন তিন অর্থনীতিবিদ

Oct 14, 2024 | 4:27 PM

Nobel Prize 2024: ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন অর্থনীতিবিদ - ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। সোমবার (১৪ অক্টোবর), রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করল।

Nobel Prize 2024: যৌথভাবে অর্থনীতিতে নোবেল জিতলেন তিন অর্থনীতিবিদ
অর্থনীতিতে নোবেল পাচ্ছেন - ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন
Image Credit source: Twitter

Follow Us

স্টকহোম: ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন অর্থনীতিবিদ – ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। ডারন অ্যাসেমোগ্লু মূলত তুর্কিয়ের ইস্তাম্বুল শহরের মানুষ। ১৯৯৩ সাল থেকে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করেন। একই প্রতিষ্ঠানের অধ্যাপক, ব্রিটেনের শেফিল্ডের মানুষ সাইমন জনসন। আর ব্রিটিশ অর্থনীতিবিদ, জেমস এ. রবিনসন, বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সোমবার (১৪ অক্টোবর), রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করল।

আকাদেমি জানিয়েছে, “কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং তা সমৃদ্ধিকে প্রভাবিত করে” এই বিষয়ে এই তিন অর্থনীতিবিদের গবেষণাকে স্বীকৃতি জানানো হয়েছে।

নোবেল পুরস্কার বলা হলেও, আসলে এটি নোবেল পুরস্কার নয়। এই পুরস্কার দেয় সুইডিশ কেন্দ্রীয় ব্যাঙ্ক। আনুষ্ঠানিক নাম, ‘আলফ্রেড নোবেলর স্মৃতিতে অর্থছনৈতিক বিজ্ঞানে দ্য সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক পুরস্কার’। ১৮৯৫-এ আলফ্রেড নোবেল যে শেষ ইচ্ছাপত্রটি লিখেছিলেন, তাতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার প্রদানের জন্য তিনি তহবিল রেখেছিলেন। তার মধ্যে অর্থনীতি ছিল না। তিনি পাঁচটি বিভাগে পুরস্কার দিতে চেয়েছিলেন – পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা ফিজিওলজি, সাহিত্য এবং শান্তি। তিনি মনে করতেন এই পাঁচটি বিভাগই মানব কল্যাণে সরাসরি অবদান রাখে।

১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৩০০ বছরে, অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয় তারা। অন্যান্য পাঁচ বিভাগের সঙ্গেই অর্থনীতির নোবেল পুরস্কারও ঘোষণা করা হয়। সেই থেকে এখনও পর্যন্ত ৫৬বার অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার দেওয়া হয়েছে। ২৬ বার এককভাবে পুরস্কার জিতেছেন বিজয়ীরা। ২০ বার এই পুরস্কার ভাগ করে নিয়েছেন দুই প্রাপক। এইবার নিয়ে ১০বার তিনজন বিজয়ীর যৌথভাবে জিতেছেন নোবেল মেমোরিয়াল পুরস্কার।

Next Article