Nobel Prize in Mathematics: ‘প্রেমিকা পালিয়েছিলেন গণিতবিদের সঙ্গে’, তাই কি গণিতে নোবেল প্রাইজ নেই?

Alfred Nobel: পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন, সাহিত্য ও শান্তি; প্রথম থেকে এই ৫ বিষয়ে দেওয়া হয় নোবেল পুরস্কার। পরবর্তীতে আলফ্রেড নোবেলের স্মৃতিতে ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয়। বর্তমানে মোট ৬টি বিষয়ে নোবেল দেওয়া হলেও গণিতে কিন্তু কোনও নোবেল দেওয়া হয় না। কিন্তু এমন কেন?

Nobel Prize in Mathematics: প্রেমিকা পালিয়েছিলেন গণিতবিদের সঙ্গে, তাই কি গণিতে নোবেল প্রাইজ নেই?
Image Credit source: Bedirhan Demirel/Anadolu via Getty Images And Mario Tama/Getty Images

Oct 10, 2025 | 3:59 PM

নোবেল প্রাইজ হল বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস পুরস্কার। ১৯০১ সাল থেকে আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু করেন। এর মধ্যে ছিল পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন, সাহিত্য ও শান্তি। পরবর্তীতে আলফ্রেড নোবেলের স্মৃতিতে ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয়। বর্তমানে মোট ৬টি বিষয়ে নোবেল দেওয়া হলেও অঙ্কে কিন্তু কোনও নোবেল দেওয়া হয় না। কিন্তু এমন কেন?

অঙ্কে নোবেল কেন নেই?

অঙ্ক বা গণিতে নোবেল না থাকার পিছনে সত্যিই কোন কারণ রয়েছে, তার কোনও সঠিক ব্যাখ্যা নেই। যদিও বেশ কিছু তত্ত্ব রয়েছে এর পিছনে।

  • ব্যক্তিগত সম্পর্ক তত্ত্ব

অঙ্কে নোবেল না থাকার প্রসঙ্গে একটি প্রচলিত গল্প রয়েছে। বলা হয়ে থাকে যে অ্যালফ্রেড নোবেলের এক বান্ধবী ছিলেন। তিনি একজন গণিতবিদ গ্যোস্টা মিত্তাগলেফলারের (Gösta MittagLeffler) খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর সেই কারণেই নাকি নোবেল আজীবন অবিবাহিত ছিলেন ও গণিতে কোনও নোবেল পুরস্কার নেই।

যদিও এই গল্পের কোনও সত্যতা প্রমাণ হয়নি, জানিয়েছেন ইতিহাসবিদরা। আবার এটাও ঠিক গণিতবিদ গ্যোস্টা মিত্তাগলেফলার কিন্তু স্টকহোম বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ করতে নোবেলের দ্বারস্থ হয়েছিলেন।

  • বাস্তববাদী দৃষ্টিভঙ্গি

অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন উদ্ভাবক ও ইঞ্জিনিয়ার। আর সেই কারণেই তিনি এমন ক্ষেত্রে নোবেল পুরস্কার দিতে চেয়েছিলেন, যার মাধ্যমে মানবজাতির উপকার হয়। তিনি হয়তো গণিতকে তাত্ত্বিক মনে করেছিলেন, আর সেই কারণেই হয়তো অঙ্ককে বাদ দিয়েছিলেন। যদিও এই তত্ত্বই সবচেয়ে বেশ গ্রহণযোগ্য বলে মনে করেন ঐতিহাসিকরা।

  • অন্য পুরস্কারের তত্ত্ব

যে সময় নোবেল প্রাইজ চালু হয়, মনে করা হয় সেই সময় অঙ্কের জন্য অন্য কোনও পুরস্কার ছিল। আর সেই কারণেই নোবেল তাঁর উইলে অঙ্কের জন্য কোনও পুরস্কারের ব্যবস্থা করেনি।

গণিতের জন্য নোবেল-সম পুরস্কার

গণিতে নোবেল পুরস্কার নেই। কিন্তু, একাধিক এমন প্রাইজ রয়েছে যাকে নোবেলের সমতুল্য বলে মনে করা হয়। ১৯৩৬ সালে চালু হওয়া ফিল্ডস মেডেল ও ২০০১ সালে চালু হওয়া অ্যাবেল প্রাইজকে গণিতের নোবেল বলা হয়ে থাকে।

সব শেষে একটাই কথা বলা যায়। আলফ্রেড নোবেল নিজে গণিতকে তাঁর উইলে অন্তর্ভুক্ত করেননি। ফলে তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তার নিশ্চিত কারণ কেউই জানেন না। তবে আজ গণিতের জগতে এমন কিছু পুরস্কার রয়েছে যা নোবেল পুরস্কারের সমতুল্য হিসাবে গণ্য হয়।