Twitter: বাসা ভাঙল নীল পাখির, এবার থেকে টুইটারের নতুন নাম হবে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2023 | 6:02 AM

Elon Musk: ২০০৬ সালে তৈরি হওয়া এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের পরিচয়ই ছিল নীল পাখি। মাত্র ১৫ ডলার দিয়ে কেনা হয়েছিল এই নীল পাখির স্টক। পরবর্তী সময়ে টুইটারের সমার্থক হয়ে উঠেছিল ওই পাখি।

Twitter: বাসা ভাঙল নীল পাখির, এবার থেকে টুইটারের নতুন নাম হবে...
নীল পাখিকে বিদায় জানাতে চলেছে টুইটার।
Image Credit source: Twitter

Follow Us

সান ফ্রান্সিসকো: পড়ল সিলমোহর, বিদায় নিতে চলেছে টুইটারের নীল পাখির লোগো (Twitter Bird Logo)। টুইটারের ব্রান্ডই বদলে ফেলতে চাইছেন ইলন মাস্ক (Elon Musk)। তারই প্রথম পদক্ষেপ করে ফেলেছেন ইতিমধ্যেই। টুইটারের আপাতত পরিচয় ‘এক্স’। এক্স ডট কমে (X.com) ক্লিক করলেই তা নিয়ে যাচ্ছে টুইটারের ওয়েবসাইটে (Twitter Website)।

মালিকানা গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বদল আনছেন ইলন মাস্ক। শুরুতেই ৫০ শতাংশ কর্মী ছাঁটাই থেকে শুরু করে অত্যাধিক চাপ দেওয়া, টুইটারের ইন্টারফেস থেকে ভেরিফিকেশন, যাবতীয় ক্ষেত্রেই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের মাস্ক। তাঁর লক্ষ্য একটাই, নিজের বাকি সংস্থার  মতো টুইটারকেও লাভজনক বানানো। সেই উদ্দেশেই এবার টুইটারের পরিচয় নীল পাখিকেই বদলে ফেলতে চলেছেন।

রবিবারই ইলন মাস্ক টুইট করে জানান, X.com -এ গিয়ে ক্লিক করলেই তা https://twitter.com/ -এ নিয়ে যাবে। আজই এক্সের নতুন লোগোও আপলোড করা হবে।

২০০৬ সালে তৈরি হওয়া এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের পরিচয়ই ছিল নীল পাখি। মাত্র ১৫ ডলার দিয়ে কেনা হয়েছিল এই নীল পাখির স্টক। পরবর্তী সময়ে টুইটারের সমার্থক হয়ে উঠেছিল ওই পাখি।  কিন্তু গতকালই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক টুইট করে বলেন, “শীঘ্রই আমরা টুইটারের ব্রান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব।”

উল্লেখ্য, ২০২২ সালে টুইটারের মালিকানা অধিগ্রহণের পরই ইলন মাস্ক জানিয়েছিলেন এটা এক্স অ্যাপ তৈরি করার একটি পদক্ষেপ। ১৯৯৯ সালে মাস্কের তৈরি করা এই সংস্থার অধীনে তৈরি অ্যাপে সবকিছু থাকবে বলেই দাবি করেন। ইতিমধ্যেই টুইটারের মালিকানা সংস্থা হিসাবে এক্স কর্পোরেশনকেই নথিভুক্ত করেছেন।

Next Article