ঢাকা: অশান্ত বাংলাদেশে মৃত্যু হল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। প্রাণ হারিয়েছেন তাঁর পুত্র তথা সে দেশের জনপ্রিয় অভিনেতা শান্ত খানের। বাংলাদেশের সংবাদ পত্র প্রথম আলোর খবর অনুযায়ী, গণপিটুনিতে তাঁদের মৃত্যু হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, অশান্তির সময় সেলিম খান এবং তাঁর ছেলে এলাকা ছেড়ে পালাচ্ছিলেন। বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারের কাছাকাছি আসতেই জনরোষে পড়েন তাঁরা। প্রাণ বাঁচাতে নিজেদের পিস্তল থেকে গুলিও ছোড়েন। তবে নাহ শেষ রক্ষা হয়নি। বাগাড়া বাজারে এসে জনতার রোষে পড়েন। সেখানেই গণপিটুনিতে মৃত্যু হয় দু’জনের। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত্যুর পর তাঁদের মৃতদেহ রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা।
বস্তুত, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনে নাম জড়িয়েছিল সেলিম খানের। সেখান থেকেই কোটি টাকার মালিক হন তিনি বলে দাবি। একসময় জেলেও ছিলেন তিনি। মামলাও হয়। অপরদিকে রাজনীতির পাশাপাশি সিনেমা প্রযোজনা করতেন সেলিম খান। তাঁর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই–তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান। এ প্রসঙ্গে, শান্ত খানের শ্বশুর এম আই মমিন খান। তিনি জানান যে,তিনি ঢাকায় রয়েছেন। তবে আমাকে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন বিষয়টি জানিয়েছেন।