Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, কীভাবে ট্যাঙ্কার চুরি করবেন! শেখালেন এক মহিলা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 06, 2022 | 4:28 PM

Russia-Ukraine Crisis : রাশিয়ার বোমা বর্ষণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। তবুও যুদ্ধ থামার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার কাছে দুর্বল হলেও মাঠ ছেড়ে পালায়নি ইউক্রেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, ইউক্রেনের এক মহিলা ট্যাঙ্কার কীভাবে চুরি করতে হয় তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।

Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, কীভাবে ট্যাঙ্কার চুরি করবেন! শেখালেন এক মহিলা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কিয়েভ : একাদশ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া তার সামরিক বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটি সুন্দর দেশ ইউক্রেনে। রাশিয়ার বোমা বর্ষণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। তবুও যুদ্ধ থামার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার কাছে দুর্বল হলেও মাঠ ছেড়ে পালায়নি ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টও পালাননি। ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে রুশ বাহিনীকে যতটা সম্ভব প্রতিরোধ করে যাচ্ছেন। তবু হার মানেননি। রাশিয়ার এই ভয়াবহ হামলা থেকে বাঁচার জন্য় পশ্চিমা দেশ এবং ন্যাটোর কাছে সাহায্যের ঝুলি নিয়ে দাঁড়িয়েছে ইউক্রেন। কোনও কোনও পশ্চিমা দেশ পাশেও দাঁড়িয়েছে। রাশিয়ার আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য অর্থ, সামরিক অস্ত্র-শস্ত্র পাঠিয়েছে বিভিন্ন পশ্চিমা দেশ।

সামরিক ক্ষমতার দিক থেকে ইউক্রেনের থেকে অনেক এগিয়ে রাশিয়া। ইউক্রেনের দুর্বলতা থাকা সত্ত্বেও হার মানেনি। ইউক্রেনীয়রা মলোটভ ককটেল হাতে তুলে নিয়েছে। টিভি৯ বাংলার প্রতিনিধি দেখিয়েছে রুশ বাহিনীকে প্রতিহত করতে কীভাবে ইউক্রেনীয়রা স্থানীয়ভাবে মলোটভ ককটেল বানাচ্ছেন। এইবার সামনে এল আরেকটা ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ইউক্রেনের এক মহিলা ট্যাঙ্কার কীভাবে চুরি করতে হয় তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ইউক্রেনের যুবতি একটা ট্যাঙ্কারে ঢুকলেন। তারপর তিনি একে একে ট্যাঙ্কারের বিভিন্ন বোতাম টিপে ট্যাঙ্কারটি চালু করছেন। তারপর ট্যাঙ্কারটি নিয়ে চলে যাচ্ছেন। তিনি বিভিন্ন ধাপগুলো মুখে বলে বলে বর্ণনা করছেন। যেইভাবে ট্যাঙ্কার চুরি করতে হবে – যুবতি প্রথমে বাঁ দিকের একটি লাল বোতাম টিপলেন, তারপর দুটি বোতাম উপর দিকে তুলে দিতে হবে। তারপরই ট্যাঙ্কারের গিয়ার নিচের দিকে নামিয়ে দিতে হবে। তারপর বাঁ দিক থেকে দ্বিতীয় লাল বোতামটি টিপতে হবে। এরপর উপরে থাকা চারটি সুইচ উপরের দিকে উঠিয়ে দিতে হবে। এরপর আরও তিনটি সুইচ উপরের দিকে তুলে দেওয়া হল। তারপরই ট্যাঙ্কার চলা শুরু করবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দাদের মনোবলই একমাত্র ভরসা। তারই উদাহরণ দেখা গেল এই ভিডিয়োতে।

আরও পড়ুন : Ukraine-Russia Conflict : এই ফর্ম ফিল আপ না করলে ফিরতে পারবেন না ভারতে, টুইটে জানাল ভারতীয় দূতাবাস

Next Article