Donald Trump on Gender Change: ‘ঈশ্বর যেভাবে বানিয়েছে…’, ট্রাম্পের চোখে লিঙ্গ পরিবর্তন ‘অপরাধ’, চাইলেন পুরোপুরি ব্যান

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 05, 2025 | 2:46 PM

Gender Change Ban: জানুয়ারি মাসে সেনাবাহিনী থেকে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের তাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি প্রতিযোগীতামূলক খেলা থেকেও রূপান্তরকামী ও রূপান্তরিতদের বাদ দিতে উদ্যত ট্রাম্প। এবার আরও এক ধাপ এগিয়ে লিঙ্গ পরিবর্তন করাকেই নিষিদ্ধ করতে চান তিনি।

Donald Trump on Gender Change: ঈশ্বর যেভাবে বানিয়েছে..., ট্রাম্পের চোখে লিঙ্গ পরিবর্তন অপরাধ, চাইলেন পুরোপুরি ব্যান
লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করতে চান ট্রাম্প।
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: বদলে যাচ্ছে আমেরিকা। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার। পাকাপাকিভাবে আমেরিকায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করতে চান তিনি। পাশাপাশি শিশুদের লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে শাস্তিমূলক কড়া পদক্ষেপের কথাও বলেন তিনি।

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সমাজ সংস্কারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সমাজে অন্যায়-অবিচার ও ভেদাভেদ রুখতে তিনি ইতিমধ্যেই জানুয়ারি মাসে সেনাবাহিনী থেকে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের তাড়িয়ে দিয়েছেন। সেনাবাহিনীতে পুরুষ ও নারীরা যোগ দিতে পারলেও, রূপান্তরকামীরা যোগ দিতে পারবেন না বলেই ঘোষণা করেছেন। যারা সেনাবাহিনীতে কাজ করেন, তারাও লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না। পাশাপাশি প্রতিযোগীতামূলক খেলা থেকেও রূপান্তরকামী ও রূপান্তরিতদের বাদ দিতে উদ্যত ট্রাম্প। এবার আরও এক ধাপ এগিয়ে লিঙ্গ পরিবর্তন করাকেই নিষিদ্ধ করতে চান তিনি।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প সাফ জানান, আমেরিকায় কেবল দুটি লিঙ্গই স্বীকৃতি পাবে। তিনি বলেন, “আমি চাই কংগ্রেস শিশুদের লিঙ্গ পরিবর্তন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং তা শাস্তিমূলক অপরাধ হিসাবে বিল পাশ করুক। ভুল শরীরে আটকে রয়েছে-এই মিথ্যা চিরতরে শেষ হোক। এটা বড় মিথ্যা। আমেরিকার শিশুদের জন্য আমাদের বার্তা হল, ঈশ্বর তোমাদের যেভাবে বানিয়েছে, তোমরা সেভাবেই একদম ঠিক আছো।”

কেন লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করতে চাইছেন, তার ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “আমরা স্কুল, সেনা থেকে ইতিমধ্যেই এদের বের করা হচ্ছে। আমরা এটা চাই না। আমাদের পরিষেবাদাতারা অ্যাক্টিভিস্ট নয়, সবাই যোদ্ধা হবে। ওরা আমাদের দেশের হয়ে লড়াই করবে।”