US Strike on Syria: সিরিয়ায় শুরু Operation Hawk eye, বেছে বেছে ISIS-র ঘাঁটিতে হামলা আমেরিকার

US Strike on Syria: এই অভিযানে কতজন আইসিস জঙ্গিকে খতম করা হয়েছে, তা বলা হয়নি আমেরিকার বিবৃতিতে। মার্কিন সেনা জানিয়েছে, তাদের এক বাহিনী সাহায্য করেছে এই অভিযানে। তবে তা সিরিয়ার সেনা নাকি অন্য কেউ, তা স্পষ্ট করে জানায়নি। পেন্টাগনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

US Strike on Syria: সিরিয়ায় শুরু Operation Hawk eye, বেছে বেছে ISIS-র ঘাঁটিতে হামলা আমেরিকার
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 11, 2026 | 10:59 AM

ওয়াশিংটন: থামছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার পর এবার সিরিয়ায় অভিযান চালালেন। মধ্য রাতে সিরিয়ায় একাধিক হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ইসলামিক স্টেটের সন্ত্রাসী গোষ্ঠীর উপরে অভিযান চালানো হয়েছে। ডিসেম্বরের পর আবার জানুয়ারিতে হামলা চালাল আমেরিকা।

গত ডিসেম্বরেই আমেরিকা সিরিয়ার উপরে অভিযান চালিয়েছিল। গত ১৩ ডিসেম্বরের অভিযানে দুইজন আমেরিকান সেনা ও একজন অনুবাদকের মৃত্যু হয়েছিল। অভিযানের নাম দেওয়া হয়েছিল, অপারেশন হক আই (Operation Hawk Eye Strike)। সেই অভিযানই আরেকবার চালানো হল। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড বিবৃতি দিয়ে বলেছে, “সিরিয়া জুড়ে যে আইসিস গোষ্ঠী রয়েছে, তাদের উপরে এই অভিযান চালানো হয়েছে।”

তবে এই অভিযানে কতজন আইসিস জঙ্গিকে খতম করা হয়েছে, তা বলা হয়নি আমেরিকার বিবৃতিতে। মার্কিন সেনা জানিয়েছে, তাদের এক বাহিনী সাহায্য করেছে এই অভিযানে। তবে তা সিরিয়ার সেনা নাকি অন্য কেউ, তা স্পষ্ট করে জানায়নি। পেন্টাগনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বর্তমানে সিরিয়ায় এক হাজারেরও বেশি মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়।  গত ২০২৪ সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। বিদ্রোহী গোষ্ঠীর আহমেদ আল সারাহ সেই পদে বসেন। নতুন সিরিয়া সরকার আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে আইসিসের বিরুদ্ধে অভিযান চালাতে।