Operation Sindoor: ‘সিঁদুরে’ মেঘ দেখল পাকিস্তান, জঙ্গি হারিয়েও মুখে বুলি কমল না শরিফের

India Pak Tensions: পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারতের করা প্রত্যাঘাতে বড্ড 'গা জ্বলছে' পাকিস্তানের। জঙ্গি নিকেশের পর পরই নয়াদিল্লির বিরুদ্ধে আসরে নেমেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Operation Sindoor: সিঁদুরে মেঘ দেখল পাকিস্তান, জঙ্গি হারিয়েও মুখে বুলি কমল না শরিফের
প্রত্যাঘাত ভারতেরImage Credit source: PTI

|

May 07, 2025 | 7:23 AM

নয়াদিল্লি: বুধবার মধ্যরাতে পাক অধ্যুষিত কাশ্মীরে জঙ্গি নিকেশ ভারতের। প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পাকিস্তানে এবং পাক অধ্যুষিত কাশ্মীরের মোট ৯টি জায়গায় শুধু মাত্র জঙ্গি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালানো হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত কত মৃত্যু হয়েছে, তা স্পষ্ট না হলেও, বিভিন্ন সূত্রে খবর, ভারতের প্রত্যাঘাতে খণ্ড-বিখণ্ড হয়েছে গোটা পঞ্চাশেক জঙ্গি।

পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারতের করা প্রত্যাঘাতে বড্ড ‘গা জ্বলছে’ পাকিস্তানের। জঙ্গি নিকেশের পর পরই নয়াদিল্লির বিরুদ্ধে আসরে নেমেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাক জঙ্গিদের উপর ভারতের আনা প্রত্যাঘাতকে ‘যুদ্ধের দিকে পদক্ষেপ’ বলে আখ্যান দিয়েছেন তিনি। পাশাপাশি, এই ঘটনার যথাযথ ‘জবাব দেবে পাকিস্তান’, দাবি শরিফের।

এদিন পাক সেনাকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘শত্রুকে কখনও তার উদ্দেশ্য়ে সফল করতে দেওয়া যাবে না।’ একই সুর শোনা গিয়েছে, পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের মুখেও। ভারতের পাক জঙ্গিদের উপর আনা প্রত্যাঘাতের পর তাঁর দাবি, ‘আমরা পূর্ণ শক্তিতে জবাব দেব। আমরা এই ঋণ পরিশোধ করে ছাড়ব, ঠিক যেভাবে করে থাকি।’ এরপরেই তাঁর সংযোজন, ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির জন্য ঘটনাস্থলে খুলে দেওয়া হবে। তারা নিজের চোখে দেখে নিক, ভারত সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়েছে নাকি সাধারণ মানুষের উপর।’

ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে পাক সেনার মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, গোটা ঘটনায় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের কোটলি ও মুজাফ্ফরাবাদ এবং পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরের আহমেদপুরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।