গাজা: যুদ্ধ থামার লক্ষণ নেই। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে যুদ্ধের আঁচ। এবার গাজার স্কুলে হামলা। মৃত কমপক্ষে ১০০। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবার ইজরায়েল গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ৯০ থেকে ১০০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শরণার্থী বলে জানা গিয়েছে। যদিও ইজরায়েলি সেনার দাবি, স্কুল নয়, ওটা হামাসের কম্যান্ড সেন্টার ছিল।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রাম পোস্টে লেখেন, “গাজা সিটির আল সাহাবা এলাকার আল-তাবা’ইন স্কুলে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪০ জন শহিদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। ভয়ঙ্কর হত্যালীলা চলেছে। আমাদের ক্রু আগুন নিয়ন্ত্রণ করার এবং দেহ উদ্ধার করার চেষ্টা করছে। আহতদেরও যত দ্রুত সম্ভব উদ্ধার করার চেষ্টা চলছে।”
গাজার সিভিল ডিফেন্সের দাবি, নারকীয় হত্যালীলা, অত্যাচার চালাচ্ছে ইজরায়েল। আজকের এই হামলায় বহু শরণার্থীর মৃত্যু হয়েছে, যারা যুদ্ধের জেরেই ঘরছাড়া হয়েছিলেন এবং গাজার এই স্কুলে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন। স্কুলের ভিতর থেকে তাদের জ্বলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
যদিও স্কুলে হামলার দায় মানতে নারাজ ইজরায়েলি সেনা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্টভাবে হামাস কম্যান্ডেই হামলা চালানো হয়েছে। আল তাবাইন স্কুল থেকেই হামাস জঙ্গিরা তাদের কাজ চালাত।
এর আগে, গত বৃহস্পতিবারও ইজরায়েল গাজা সিটির দুটি স্কুলে হামলা চালিয়েছিল। সেই হামলায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৮ জনের। ওই সময়ও ইজরায়েলি মিলিটারি দাবি করেছিল, হামাস কম্যান্ড সেন্টারে হামলা চালানো হয়েছিল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)