টেক্সাস: আমেরিকার একটি ডেয়ারি ফার্মে বিধ্বংসী আগুন লাগল। টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্মে মঙ্গলবার রাতে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে ওই ফার্মের ১৮ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে টেক্সাস পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে অধিকাংশই গরু। অগ্নিকাণ্ডের ভিডিয়োও পোস্ট করে কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস। আগুন লাগার জেরে কালো ধোঁয়ায় ভরে যায় এলাকায়। কালো ধোঁয়া পুঞ্জীভূত হয়ে উপরে উঠতে থাকে। তবে কী থেকে আগুন লেগেছে সেখানে তা এখনও জানা যায়নি। ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। অগ্নিকাণ্ডের ব্যাপারে কোনও মন্তব্য করেননি ওই ফার্মের মালিক।
কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস অগ্নিকাণ্ডের যে ভিডিয়ো শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে কী ভবে কালো ধোঁয়া উঠছে ঘটনাস্থল থেকে। অগ্নিকাণ্ডের সময় ওই ফার্মে এক ব্যক্তি আটকে পড়েছিল বলে জানা গিয়েছে। দমকল বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই ফার্মের মালিকরা আমেরিকার অন্যতম বৃহত্তম ফার্ম মালিক। টেক্সাসের দুধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ফার্ম। সেখানেই ১৮ হাজার গরুর প্রাণ গেল আগুনে দগ্ধ হয়ে। (এডব্লিউআই) আগুন লাগার কথা জানিয়ে ফোন করে পুলিশে। পুলিশের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী।
আমেরিকার বিভিন্ন ডেয়ারি ফার্মে প্রায়শই আগুন লাগে। থা আটকাতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন আমেরিকার এই পশুপ্রেমী সংস্থা। ২০১৩ সাল থেকে ফার্মে আগুন লাগার ঘটনা নিয়ে কাজ করছে ওই সংস্থা। ২০১৩ সাল থেকে ফার্মে আগুন লাগার ঘটনায় ৬ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।