Pak PM Shahbaz Sharif: মহিলার হাত থেকে ছাতা টেনে নিলেন পাক প্রধানমন্ত্রী, Video দেখে অবাক নাগরিকরা

Pak PM Shahbaz Sharif: গুরুত্বপূর্ণ সম্মেলনে গিয়েই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁর কীর্তি দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছে পাক নাগরিকেরাও।

Pak PM Shahbaz Sharif: মহিলার হাত থেকে ছাতা টেনে নিলেন পাক প্রধানমন্ত্রী, Video দেখে অবাক নাগরিকরা
ভাইরাল সেই ভিডিয়োImage Credit source: twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 24, 2023 | 1:31 PM

প্যারিস: মূল্যবৃদ্ধি আর অর্থনৈতিক সঙ্কটে ক্রমশ দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করেছে পাকিস্তানের। এমন পরিস্থিতির মধ্যে পাক প্রধানমন্ত্রীর প্যারিস সফর নিয়ে আশার আলো দেখছিলেন সে দেশের মানুষ। গ্লোবাল ফিনান্সিয়াল প্যাক্ট-এর সম্মেলনে যোগ দিতেই ২ দিনের প্যারিস সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কোনও ভাবে যদি আর্থিক পরিস্থিতির হাল ফেরানো যায়, সেই চেষ্টা করবেন, এমনটাই আশা করা হচ্ছে। তবে সেই গুরুত্বপূর্ণ সম্মেলনে গিয়েই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁর কীর্তি দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছে পাক নাগরিকেরাও। এক মহিলা অফিসারের হাত থেকে কার্য ছাতা ছিনিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন শাহবাজ। নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিয়ো।

প্যারিসে ওই সম্মেলনে যোগ দিতে গিয়েছেন অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও। রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলাজিজ, ইজিপ্টের প্রেসিজেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি। সেই সম্মেলনে প্রবেশ করার আগের মুহূর্তের ভিডিয়োই ভাইরাল হয়েছে।

দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে সম্মেলনে প্রবেশ করতে যাচ্ছেন শাহবাজ শরিফ। বৃষ্টি হওয়ায় তাঁর মাথায় এসে ছাতা ধরেছেন এক মহিলা প্রোটোকল অফিসার। এভাবেই কয়েক পা হাঁটতে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রীকে। তারপর আচমকাই দেখা যায়, মহিলার হাত থেকে ছাতাটি কার্যত ছিনিয়ে নিয়ে একাই হেঁটে এগিয়ে যাচ্ছেন তিনি। আর মহিলা কার্যত অপ্রস্তুতে পড়ে গিয়েছেন। তিনি বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যান শাহবাজের পিছন পিছন।

এই ছবি দেখে অনেকেই শাহবাজের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বহু পাক নাগরিকও। একজন মহিলাকে এভাবে কেন বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন শাহবাজ, প্রশ্ন তুলেছেন অনেকেই।