Pakistan Taliban War: দুধ-কলা দিয়ে পুষেছিল কালসাপ! বড় হতেই ‘জন্মদাতা’ পাকিস্তানকে ছোবল মারল তালিবানরা

Pakistan Taliban War: দুধ-কলা দিয়ে যে এতদিন কাল সাপ পোষা হয়েছিল, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। নিজের দুষ্কর্মের ফল ভুগতে হচ্ছে পড়শি দেশকে।

Pakistan Taliban War: দুধ-কলা দিয়ে পুষেছিল কালসাপ! বড় হতেই 'জন্মদাতা' পাকিস্তানকে ছোবল মারল তালিবানরা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 31, 2024 | 7:25 PM

নয়াদিল্লি: এবার সম্মুখসমরে পাকিস্তান-আফগানিস্তান। সীমান্তে পাকিস্তানি সেনার সঙ্গে দ্বন্দ্বে জড়াল তালিবানরা। গত সপ্তাহেই আফগানিস্তানে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তারপর সপ্তাহ কাটতেই বদলা নিল তালিবানরা। তেহরিক-ই-তালিবান নামে পাকিস্তানের অন্দরে বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ গেল ১৬ জন সেনার।

দুধ-কলা দিয়ে যে এতদিন কাল সাপ পোষা হয়েছিল, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। নিজের দুষ্কর্মের ফল ভুগতে হচ্ছে পড়শি দেশকে। মুচকি হেসে ঝঞ্ঝা থেকে নিজেকে সরিয়ে রাখল নয়াদিল্লি। অবশ্য, তালিবানদের সঙ্গে পাকিস্তান যদি যুদ্ধ বাঁধায় তার প্রভাব এদেশে এসে পড়বে বলেই মত গোয়েন্দাদের।

উল্লেখ্য, আফগান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, তালিবানদের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তলে তলে সীমান্তে বাড়াচ্ছে সেনাও। আর সেই সুযোগকেই ব্যবহার করে শনিবার সরাসরি ডুরান্ড লাইনে বা আফগানিস্তান-পাকিস্তানের মাঝে থাকা কাল্পনিক সীমানায় হামলা চালায় তালিবানরা। মৃত্যু হয় ১৯ জন পাকিস্তানি সেনার। হামলার মাঝে পড়ে প্রাণ যায় ৩ আফগান নাগরিকেরও।

গত শতাব্দীতে তালিবান জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত জুগিয়েছিল পাকিস্তান। তালিবানদের হাতে ধরে বন্দুক ধরা থেকে বোমা বানানোর কাজ শিখিয়েছিল খোদ পাক ফৌজ ও সে দেশের গুপ্তচর সংস্থা, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের। পাক মদতেই আফগানিস্তানে নিজেদের দাপট ফিরে পায় তালিবানরা। এবার সেই ‘জন্মদাতার’ প্রাণনাশে ময়দানে নেমেছে তারা। ফলত শিরে সংক্রান্তি পাকিস্তানের।

কিন্তু কেন নিজের জন্মদাতাকেই ‘খুন’ করতে চায় পাকিস্তান? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা সকল দ্বন্দ্বের নেপথ্যে একটিই কারণ, দুই দেশের মধ্যে থাকা কাল্পনিক সীমা রেখা বা ডুরান্ড লাইন। পাশাপাশি, পাক প্রদেশের মধ্যে থাকা খাইবার পাখতুনখোয়ারকেও নিজেদের এলাকা দাবি করে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালিবানরা। আর এই দুই এলাকা ঘিরেই যত বিপত্তি।