করাচি: আগামী বছরের গোড়াতেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা (PML-N)। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্রের খবর। এই আবহে তাঁর শাসনকালে ভারত-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, তাঁর ক্ষমতাচ্যুত হওয়া থেকে ভারতের প্রধানমন্ত্রীদের পাকিস্তান সফর নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে শোচনীয়। সেই প্রসঙ্গ তুলে ধরে কারণও উল্লেখ করেন নওয়াজ শরিফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ শরিফ ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, ১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের কার্গিল যুদ্ধের প্রস্তাবের বিষয়ে তাঁর সমর্থন ছিল না। সেজন্যই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। পরে তাঁর কথা সত্যি প্রমাণিত হয়েছে বলেও দাবি নওয়াজের। তাঁর সরকার ভালভাবে দেশ চালালেও তাঁকে পদচ্যুত হতে হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন নওয়াজ।
বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক সংকট চরমে উঠেছে। এর জন্য পরোক্ষে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক এবং রাষ্ট্র চালনার নীতি তুলে ধরেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর শাসনকালে পাকিস্তানের সঙ্গে ভারত-সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলির সম্পর্ক যথেষ্ট ভাল ছিল বলেও উল্লেখ করেন নওয়াজ শরিফ। এপ্রসঙ্গে ভারতের দুই প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরের কথাও উল্লেখ করেন। নওয়াজ শরিফ বলেন, “আমি সামনে থেকে ভাল কাজ করেছি। আমার শাসনকালে ভারতের দুই প্রধানমন্ত্রী মোদী সাহেব (নরেন্দ্র মোদী) এবং বাজপেয়ী সাহেব (অটল বিহারী বাজপেয়ী) লাহোরে এসেছিলেন। আমাদের সরকার ভারত ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছিল।” বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে পাকিস্তান প্রতিবেশী দেশগুলির থেকে অনেক পিছিয়ে রয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার পুনরায় প্রধানমন্ত্রীর কুর্সি দখল করতে তিনি মরিয়া বলেই মনে করছে রাজনৈতিক মহল।