
ইসলামাবাদ: চিনের সঙ্গে পাকিস্তানের মিশেলটা সবার কাছে স্পষ্ট। কিন্তু গোটা ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে পাকিস্তানকে একটু এড়িয়েই চলেছে বেজিং। বারবার শুধু আওড়েছে শান্তির কথা। হাজার উত্তেজনা পেরিয়ে এখন ভারত-পাকিস্তানের আবহাওয়ার অনেকটা শিথিল। কমছে উদ্বেগ। শান্ত পরিস্থিতি। কিন্তু এটা ঝড়ের আগের নিস্তব্ধতা নাকি আদতেই শান্তি? তা নিয়ে দ্বন্দ্বে ভুগছে বিশেষজ্ঞ মহল। আর এই ‘শান্তির আবহেই’ চিন সফরে গেলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার।
সোমবার বেজিংয়ে পৌঁছেছেন তিনি। তাঁকে সাদরে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিল চিন সরকার উর্ধতন সচিব, মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন চিনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্তাও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি-র আমন্ত্রণে তিন দিনের সফরে বেজিংয়ে গিয়েছে ইশাক দার। এমনকি, এই তিন দিনে চিনের মন্ত্রী পর্যায়ে নানা দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন তিনি। অবশ্য, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার সুযোগ পাবেন কিনা সেই নিয়ে এখনও কোনও তথ্য় পাওয়া যায়নি।
Today, Deputy Prime Minister/Foreign Minister, Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50 arrived in Beijing on a three day official visit from 19-21 May 2025 . He was received at the airport by senior Chinese officials and Ambassador of Pakistan to China, Khalil Hashmi. pic.twitter.com/Q4GqAC3HI8
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) May 19, 2025
ওয়াকিবহাল মহলের দাবি, ভারত-পাক সংঘর্ষবিরতি আবহে পড়শি দেশের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ ও সেই ডাকে সাড়া দিয়ে তাঁর বেজিংয়ে পা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যতই হোক অপারেশন সিঁদুর যে শুধু পাকিস্তানকেই নাড়িয়ে দেয়নি। নাড়িয়েছে চিনকেও। পাক সেনা ছোড়া একাধিক চিনা মিসাইলকে নিস্ক্রিয় করেছে ভারত। তারপরেই এমন বৈঠক। যা নিয়ে খানিকটা চিন্তার জায়গা রয়েছে বলেও জানাচ্ছে তারা।
পাক সংবাদমাধ্য়ম তরফে আরও জানা গিয়েছে, পাক-চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ বাণিজ্যিক সমঝোতা, নানা দিক নিয়েই কথা হবে এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। পাশাপাশি, তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে পারেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।