
ইসলামাবাদ: বেঁচে আছেন ইমরান খান (Imran Khan)। অবশেষে নিশ্চিত হওয়া গেল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হল তাঁর বোন, ডঃ উজ়মা খানুমকে। ২০ মিনিটের সাক্ষাতের পর তিনি বেরিয়ে এসে জানালেন, জেলে ইমরান খান কেমন আছেন?
বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ-জল্পনা তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে, প্রায় এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। অবশেষে মঙ্গলবার, ২ ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হল তাঁর বোন উজমাকে। তিনি বলেন যে ইমরান বেঁচে থাকলেও, তাঁর উপরে মানসিক অত্যাচার করা হচ্ছে।
সাংবাদিককের মুখোমুখি হয়ে ইমরানের বোন বলেন, “ঈশ্বরের কৃপায় ও সুস্থ আছে…কিন্তু ওঁর উপরে চলা মানসিক অত্যাচার নিয়ে ক্ষুব্ধ। সারাদিন সেলে বন্দি করে রাখা হয় ওঁকে…খুব অল্প সময়ের জন্যই সেল থেকে বেরতে পারে, কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না।”
জেলবন্দি ইমরান খান নাকি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকেই দুষেছেন দেশের বর্তমান অবস্থার জন্য। ইমরানের দাবি আসিম মুনির পাক সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছেন। এমনকী, সংবিধানে পরিবর্তন করে নিজেকে এবং সমস্ত সেনা প্রধান ও প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারিকে আজীবন সুরক্ষার ব্যবস্থা করেছেন।
এক সাক্ষাৎকারে ইমরানের বোন আলিমা বলেন যে আসিম মুনির ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, “আসিম মুনির কট্টরপন্থী ইসলামপন্থী। সেই কারণেই তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তাঁর কট্টর ইসলামিক চিন্তাধারা ও সংরক্ষণ মনোভাবই তাঁকে জোর করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, যারা ইসলামে বিশ্বাস করে না”। সেখানেই ইমরান খান স্বাধীন চিন্তাধারার। যখন ইমরান খান ক্ষমতায় ছিলেন, তখন তিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছিলেন বলে জানান তাঁর বোন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা বিক্ষোভে পথে নেমেছিল ইমরান খানের স্বাস্থ্যের আপডেট নিয়ে। জল্পনা রটেছিল যে ইমরান খান জেলেই মারা গিয়েছেন। পাকিস্তান সেনা ও সরকার সেই তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে। ইমরান খানের ছেলেও দাবি করেছিলেন যে তাঁর বাবা যে বেঁচে রয়েছে, তার প্রমাণ দিতে। জিশান দাবি করে যে ইমরানকে আইসোলেশনে (আলাদাভাবে রাখা) হচ্ছে এবং তাঁর উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যে তিনি যাতে পাকিস্তান ছেড়ে চলে যান। শেহবাজ সরকার ইমরান খানের জনপ্রিয়তা নিয়ে ভয় পাচ্ছেন, সেই কারণেই তাঁর কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশ করা হচ্ছে না।