Imran Khan Arrest: ইমরান খানকে ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল পাক রেঞ্জাররা, দেখুন গ্রেফতারির মুহূর্তের ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 10, 2023 | 10:25 AM

Imran Khan Arrest: ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী সমর্থকদের অভিযোগ, ইসলামাবাদের আদালতের ভিতরে ঢুকে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য যে রুমে বায়োমেট্রিক সংগ্রহ করা হয়, সেখানে ছিলেন ইমরান খান। তাঁর সঙ্গে প্রচুর নিরাপত্তারক্ষী ও আইনজীবীরাও ছিলেন।

Imran Khan Arrest: ইমরান খানকে ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল পাক রেঞ্জাররা, দেখুন গ্রেফতারির মুহূর্তের ভিডিয়ো
এভাবেই টেনে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে।

Follow Us

ইসলামাবাদ: তাঁর বিরুদ্ধে রয়েছে এক ডজন মামলা। আদালতে গিয়েছিলেন সেই মামলাগুলিরই মধ্যে একটি মামলায় হাজিরা দিতে। কিন্তু আদালতের ভিতরেও যাওয়ার সুযোগ পেলেন না। আদালত চত্বরে পা রাখতেই চারিদিক থেকে ঘিরে ফেলেন পাকিস্তান রেঞ্জার্সরা (Pakistan Rangers)। গাড়ি থেকে নামতেই টেনে নিয়ে যাওয়া হয় ইমরান খান(Imran Khan)-কে। মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে প্রায় শতাধিক রেঞ্জার্স হাজির হয়েছিলেন ইসলামাবাদ আদালতে। অন্যদিকে, ইমরানের গ্রেফতারির পরই দেশজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে আজ দেশজুড়ে ‘শাট ডাউনে’র (Shut Down) ডাক দেওয়া হয়েছে। এদিকে, অভ্যন্তরীণ মন্ত্রীর নির্দেশে ইসলামাবাদ সহ একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service Suspend)

মঙ্গলবার দুপুরে ইমরান খানের গ্রেফতারির খবর চাউর হতেই অশান্তি ছড়িয়ে পড়ে ইসলামাবাদে। ধীরে ধীরে তা পাকিস্তানের বাকি অংশগুলিতেও ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইমরান খানের গ্রেফতারির ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, ইমরান খানকে চারিদিক থেকে ঘিরে রয়েছে পাকিস্তানের প্যালামিলিটারি বাহিনীর রেঞ্জার্সরা। তাঁকে গ্রেফতার করতে কমপক্ষে শতাধিক রেঞ্জার্স হাজির হয়েছিল আদালতে। তাঁরা কার্যত ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যান ইমরান খানকে। সাদা পোশাকে ইমরান খান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও, এতজন রেঞ্জার্সের মাঝে তাঁর যাবতীয় প্রচেষ্টাই ব্যর্থ হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী সমর্থকদের অভিযোগ, ইসলামাবাদের আদালতের ভিতরে ঢুকে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য যে রুমে বায়োমেট্রিক সংগ্রহ করা হয়, সেখানে ছিলেন ইমরান খান। তাঁর সঙ্গে প্রচুর নিরাপত্তারক্ষী ও আইনজীবীরাও ছিলেন। রেঞ্জার্সরা ওই রুমের কাঁচ ভেঙে টেনে হিচড়়ে বের করেন ইমরান খানকে। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও আইনজীবীদের মারধর করা হয় বলেও অভিযোগ।

আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরান খানকে। এই আল কাদির ট্রাস্টের যৌথ মালিক ইমরান খান ও তাঁর স্ত্রী বুশেরা বিবি। মূলত আল-কাদির বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয়ে এই মামলা। অভিযোগ, ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে বোঝাপড়া হয়েছিল। আর সেই বোঝাপড়ার জন্য পাকিস্তান সরকারের ক্ষতি হয়েছিল ৫ হাজার কোটি টাকা।

Next Article