Imran Khan: ‘গ্রেফতার নয়, খুন করাই আসল পরিকল্পনা!’, বিস্ফোরক ইমরানের মুখে শোনা গেল ‘লন্ডন প্ল্যান’

Toshakhana Case: এদিন সকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বুলেটের খোলের ছবি ও  টুইট করে বলেন, "পাকিস্তান পুলিশের যে অসাধু উদ্দেশ্য রয়েছে, তা প্রমাণ হয়ে গেল। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে গ্রেফতারির দাবি শুধুমাত্রই নাটক।"

Imran Khan: গ্রেফতার নয়, খুন করাই আসল পরিকল্পনা!, বিস্ফোরক ইমরানের মুখে শোনা গেল লন্ডন প্ল্যান
ইমরান খান।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 15, 2023 | 1:30 PM

ইসলামাবাদ: গ্রেফতারি নিয়ে যত চাপ বাড়ছে, ততই বিস্ফোরক হয়ে উঠছেন ইমরান খান(Imran Khan)। তোশাখানা মামলায় (Toshakhana Scam Case) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে উঠেপড়ে লেগেছে পাক পুলিশ (Pakistan Police)। কিন্তু পুলিশকে কার্যত ঘোল খাওয়াচ্ছেন ইমরান। মঙ্গলবারই তাঁর লাহোরের বাড়িতে পৌঁছয় পুলিশ। কিন্তু পিটিআই কর্মী-সমর্থকরা চারিদিক থেকে বাড়ি ঘিরে রাখায় পুলিশ ইমরান খানের টিকিও ছুঁতে পারেননি। এরই মধ্যে একের পর এক বিস্ফোরক দাবি করতে শুরু করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিনি বলেছিলেন, “যদি আমাকে গ্রেফতার করা হয় বা খুন করা হয়, আপনারা তবুও নিজেদের অধিকারের জন্য় লড়াই করে যাবেন”। আজ আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন, পাকিস্তান পুলিশের আসল উদ্দেশ্য হল তাঁকে অপহরণ করা এবং তারপরে খুন করা। এই গ্রেফতারি নিছকই নাটক মাত্র।

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হতেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাকিস্তানে। মঙ্গলবার সকালে পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেফতারির চেষ্টা এবং তাকে কেন্দ্র করে পুলিশ ও পিটিআই কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্য়াস, জলকামান ব্য়বহার করে, একাধিক পিটিআই কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

এদিন সকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বুলেটের খোলের ছবি ও  টুইট করে বলেন, “পাকিস্তান পুলিশের যে অসাধু উদ্দেশ্য রয়েছে, তা প্রমাণ হয়ে গেল। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে গ্রেফতারির দাবি শুধুমাত্রই নাটক। আসল উদ্দেশ্য হল অপহরণ ও খুন করা। কাঁদানে গ্যাস, জলকামান থেকে এখন ওরা গুলি ব্যবহার করছে। আমি গতকাল বিকেলেই বন্ডে সাক্ষর করেছি, কিন্তু তারপরও ডিআইজি তা স্বীকার করতে অস্বীকার করেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে।”

এ দিনের ভিডিয়োবার্তায় প্রশাসনের সমালোচনা করে ইমরান খান বলেন, “পিটিআই সমর্থকদের রুখতে প্যারামিলিটারি বাহিনী পাঠানো হয়েছে। এটাই কি আপনাদের নিরপেক্ষতার ধারণা? রেঞ্জাররা সরাসরি নিরস্ত্র পিটিআই সমর্থনকারীদ্র উপরে হামলা করছেন, যখন তাদের দলের নেতাকে বেআইনি ওয়ারেন্ট ও মামলা করা হয়েছে এবং তাঁকে অপহরণ করা ও খুন করার চেষ্টা করা হচ্ছে?”

ইমরানের আরও দাবি, “এটা লন্ডন প্ল্যানের অংশ। ইমরান খানকে জেলে ভরে, পিটিআই-র পতন ঘটিয়ে এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে সমস্ত মামলা বন্ধ করে দেওয়ার চুক্তি করা হয়েছে।”