Imran Khan: খুন হতে পারেন ইমরান খান? ভয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 06, 2023 | 10:14 AM

Pakistan: ইমরান খান জানান, এখনও অবধি তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানের সবথেকে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি। তাঁর জীবন নিয়ে সঙ্কট তৈরি হয়েছে।

Imran Khan: খুন হতে পারেন ইমরান খান? ভয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

Follow Us

ইসলামাবাদ: খুন হতে পারেন ইমরান খান(Imran Khan)? অন্তত এমনটাই দাবি করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই মর্মে তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি ইমর আতা বান্দিয়ালকে চিঠি লিখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধও জানালেন। গ্রেফতারির মুখে পড়েছেন ইমরান খান। তোশাখানা মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্যই তাঁকে গ্রেফতারি(Arrest)-র নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার তাঁকে গ্রেফতার করতে লাহোরের (Lahore) বাড়িতে উপস্থিত হয় পুলিশ। কিন্তু সেখানে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে হত্যা করার চেষ্টা করা হতে পারে, এমনটাই দাবি করেছেন ইমরান খান। আদালতে তাঁর জন্য যথাযথ নিরাপত্তার দাবি জানিয়ে তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান যে চিঠি লিখেছেন, তাতে তিনি লিখেছেন, “আমি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেভাবে আমার সরকার পরিবর্তন করা হয়েছে, তারপর থেকে আমার বিরুদ্ধে অগুনতি এফআইআর হয়েছে, ক্রমাগত হুমকি এবং খুন করার চেষ্টাও করা হয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আমার জন্য় যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমায় খুনের পরিকল্পনা করেছিলেন, যা ব্যর্থ হয়েছিল। আবার আমায় খুনের পরিকল্পনা করা হচ্ছে, এর প্রমাণও রয়েছে।”

ইমরান খান জানান, এখনও অবধি তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানের সবথেকে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি। তাঁর জীবন নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ীই তাঁর জীবন রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, “আমায় যে আবার খুন করার পরিকল্পনা করা হচ্ছে, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। আমার বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে এবং প্রায়দিনই আমায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। দেশের সবথেকে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান হওয়ায়, স্বাভাবিকভাবেই আমি যেখানে যাই, সেখানে বিপুল জনসমাগম হয়। এতে নিরাপত্তায় আরও ঝুঁকি বেড়ে যায়।”

উল্লেখ্য, ইমরান খান শেষবার যখন লাহোর হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন, সেই সময়ে তাঁকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্য়র্থ হয়েছে সরকার, এমনটাই দাবি করেন প্রাক্তন ক্রিকেটার। একই ঘটনা ইসলামাবাদের আদালতেও হয়। সেই কারণেই তিনি নিরাপত্তার দাবি জানাচ্ছেন বলে জানিয়েছেন।

Next Article