Pakistan Earthquake: বিকাল ৪টেয় কেঁপে উঠল পাকিস্তান

Pakistan Earthquake: ওই এলাকার গিলগিট অঞ্চলে প্রথম কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশ, আফগানিস্তান, তাজাকিস্তান ও ভারতের কাশ্মীরের কিছু অঞ্চলে।

Pakistan Earthquake: বিকাল ৪টেয় কেঁপে উঠল পাকিস্তান
Image Credit source: Getty Image

|

May 05, 2025 | 5:36 PM

ইসলামাবাদ: পাকিস্তানে থরহরিকম্প। বিকাল ৪টে নাগাদ কেঁপে ওঠে দেশের একটা বড় অংশ। কিন্তু হঠাৎ কেন ‘কাঁপুনি’ ধরল পড়শি দেশে? জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে গোটা পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৪.২।

ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা নিজেদের এক্স মাধ্যমে এই ভূমিকম্পের উৎসস্থলের একটি মানচিত্র তুলে ধরে। তাতে দেখা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে কম্পনের উৎপত্তি।

ওই এলাকার গিলগিট অঞ্চলে প্রথম কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশ, আফগানিস্তান, তাজাকিস্তান ও ভারতের কাশ্মীরের কিছু অঞ্চলে। তবে এই কম্পনের কারণে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

এই নিয়ে পর পর দু’দিন ‘কাঁপুনি’ ধরল পাকিস্তানের। এর আগে শুক্রবার ৪.৫ মাত্রা ভূমিকম্পের উৎপত্তি হয় আফগানিস্তান এলাকায়। যার প্রভাব পড়ে পাকিস্তানের বেশ কিছু অঞ্চলেও। একই ভাবে শনিবারও ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্তানে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ৯টা ৫৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। সেদিন পাকিস্তানের উত্তরাঞ্চলে উৎপত্তি হয় ভূমিকম্পের। যার প্রভাব অনুভূত হতেই মাঝরাতে ঘর ছাড়েন এলাকার বহু বাসিন্দা।