Pakistan-Bangladesh: ঢাকা টু করাচি, উড়বে বিমান! ছাড়পত্র দিল শেহবাজ সরকার

Pakistan-Bangladesh Direct Flight: তাতে বলা হয়েছে, অসামরিক বিমানমন্ত্রক সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্য়ে এই ঢাকা-করাচি সরাসরি বিমানের সময়সূচি-সহ দিনে কতগুলি বিমান চলবে, কখন চলবে, কতজন যাত্রী নিয়ে বিমান উড়বে — প্রতিটি বিষয় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরেই বাংলাদেশের রাজধানী থেকে করাচির উদ্দেশে পাড়ি দেবে বিমান।

Pakistan-Bangladesh: ঢাকা টু করাচি, উড়বে বিমান! ছাড়পত্র দিল শেহবাজ সরকার
মিলল ছাড়পত্রImage Credit source: X

|

Jan 02, 2026 | 5:37 PM

নয়াদিল্লি: ঢাকা থেকে সরাসরি করাচি পর্যন্ত বিমান চলাচলের অনুমতি দিয়ে দিল ইসলামাবাদ। বাংলাদেশের জাতীয় বিমানসংস্থা বিমান এয়ারওয়েজ়কে আপাতত পরীক্ষামূলক ভাবে এই রুটে বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এই অনুমতির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে বিমানের চাহিদা ও জনপ্রিয়তা বুঝে পরীক্ষামূলক রুটকে স্থায়ী রুটে পরিণত করা হবে বলেই খবর।

পাকিস্তানের একটি সংবাদপত্রে এই সরাসরি বিমান পরীক্ষামূলক ভাবে চালু করার তথ্যটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, অসামরিক বিমানমন্ত্রক সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্য়ে এই ঢাকা-করাচি সরাসরি বিমানের সময়সূচি-সহ দিনে কতগুলি বিমান চলবে, কখন চলবে, কতজন যাত্রী নিয়ে বিমান উড়বে — প্রতিটি বিষয় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরেই বাংলাদেশের রাজধানী থেকে করাচির উদ্দেশে পাড়ি দেবে বিমান।

পূর্বে ঢাকা এবং করাচির মধ্যে বিমান চলাচল নিয়মিত ছিল। পরে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্য়ে এই বিমান রুট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছে। টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুযায়ী, কিছু দিন আগেই পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মহম্মদ হুসেন খান জানিয়েছিলেন, দুই দেশের মধ্য়ে সরাসরি বিমান পরিচালনার প্রসঙ্গে শীঘ্রই চুক্তি চূড়ান্ত করা হবে। যার জেরে উভয় দেশের মধ্য়ে বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষে-মানুষে আত্মীক সম্পর্ক আগের চেয়ে বাড়বে।

প্রসঙ্গত, হাসিনার আমলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক তুলনামূলক অনেকটাই রূঢ় ছিল। যা এখন জলের মতো গতি ধরেছে। অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে জড়তা কেটে গিয়েছে বাংলাদেশের। এখন বেড়েছে যাতায়াত, বেড়েছে বাণিজ্য। সম্প্রতি, বাংলাদেশের অন্দরে চালের টান মেটাতে নিজ দেশে বরাত দিয়েছিল ইসলামাবাদ। এবার চলবে সরাসরি বিমানও।