‘যুদ্ধ লাগলেই পালিয়ে যাব’, অকপটে ঘোষণা পাক নেতার!
Pakistan: সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, তবে তিনিও কি অস্ত্র নিয়ে সীমান্তে যুদ্ধ করবেন? এর জবাবে পাক নেতা সাফ জানান, "যদি যুদ্ধ বেড়ে যায়, তবে আমি তো ইংল্যান্ড চলে যাব।"

ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নেবেই ভারত। ভয়ে-আতঙ্কে কাঁটা পাকিস্তান। যেকোনও মুহূর্তেই হামলা হতে পারে। ভারত যেখানে প্রস্তুতি নিচ্ছে, সেখানেই পাকিস্তানি নেতা-মন্ত্রীরা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন! পাকিস্তানি নেতা শের আফজল খান মারওয়াত তো সরাসরি বলেই দিলেন তিনি কোথায় পালাবেন।
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা শের আফজল খানকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, তবে তিনিও কি অস্ত্র নিয়ে সীমান্তে যুদ্ধ করবেন? এর জবাবে পাক নেতা সাফ জানান, “যদি যুদ্ধ বেড়ে যায়, তবে আমি তো ইংল্যান্ড চলে যাব।”
Journalist : Agar india ne attack kar diya to? Shet Afzal Khan Marwat : To hum London bhag jayenge
Afzal Khan is a senior terrorist in Pakistan.
Even they don’t trust their army. 😂 pic.twitter.com/LBmFQ1ysSr
— rae (@ChillamChilli) May 3, 2025
তার এই মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। পাকিস্তানি নাগরিকরাই সেই পোস্টে কমেন্ট করছেন যে পাকিস্তানি নেতারাও নিজেদের সেনাবাহিনীকে বিশ্বাস করে না।
ওই ভিডিয়োতেই দেখা গিয়েছে, সাংবাদিক পাক নেতাকে প্রশ্ন করেছেন যে অশান্তি থামাতে প্রধানমন্ত্রী মোদীর কি থেমে যাওয়া উচিত? এর উত্তরে ওই পাকিস্তানি নেতা বলেন, “মোদী কি আমার মাসির ছেলে যে আমি বললেই পিছিয়ে যাবে?”

