
ইসলামাবাদ: ‘কাপুরুষ!’, সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে উদ্দেশ্যে করে এমনই মন্তব্য করলেন পড়শি দেশের খাইবার পাখতুনখাওয়ার পিটিআই সাংসদ শহিদ খট্টক।
শুক্রবার সেদেশের সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে শরিফ একটা রাও কাটেননি। সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনা আশা রাখে যে সরকার তাদের সাহস জোগাবে। কিন্তু আপনাদের নেতা তো কাপুরুষ। উনি মোদীর বিরুদ্ধে একটা রাও কাটেন না। এই পরিস্থিতিতে সেনাকে কীভাবে আপনারা আশ্বস্ত করবেন?’
ওই সাংসদের সংযোজন, ‘টিপু সুলতানের কথা মনে করিয়ে বলে রাখি, সিংহ যদি শিয়াল বাহিনীকে নেতৃত্ব দেয়, তা হলে শিয়ালও সিংহের মতোই লড়াই করতে শিখে যায়। কিন্তু শিয়াল যদি সিংহ বাহিনীর নেতা হয়। তাহলে সেনাবাহিনী যুদ্ধ করতে পারে না। তারা হেরে যায়।’
ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে এমন মন্তব্য আসলে তাদের দেশে সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষকেই প্রকাশ্যে আনছে বলে মত একাংশের। বৃহস্পতিবার, ভারতের বিরুদ্ধে ব্যর্থ হামলার চেষ্টা করে পাকিস্তান। সেনার সুদর্শন চক্রের সামনে টিকতে পারে না তাদের ষড়যন্ত্র। যার জেরে ক্ষোভ চড়ে শরিফের বিরুদ্ধে। সংসদেও ক্ষোভের মুখে পড়তে হয় শরিফের দলকে।
Pakistani MP calls their PM Buzdil, says he can’t even take name of Modi. Their Army is demotivated!
Prime Minister @narendramodi Ji’s KHAUF in Pak is real. #OperationSindoor pic.twitter.com/rFWQOlMxGa
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) May 9, 2025
সূত্রের খবর, ভারত প্রত্যাঘাত করতেই ভয়ে ‘গা ঢাকা’ দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সংবাদমাধ্যম ডিএনএ-র প্রতিবেদন বলছে, পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। তালিকায় নাম রয়েছে ইসলামাবাদ, লাহোরের। এই সময়ই দেশবাসীর কথা ভুলে নিজের প্রাণ বাঁচাতে বাঙ্কার ঢুকে পড়েছে সে। অন্যদিকে, দেশ ছেড়ে পালিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনিরও।