Imran Khan: ভারতীয় সেনাকে নিয়ে এটা কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! হতবাক আন্তর্জাতিক মহল

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 22, 2022 | 9:59 AM

Indian Army: পাকিস্তান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। অনাস্থা ভোট হলেই ইমরানের খানের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল।

Imran Khan: ভারতীয় সেনাকে নিয়ে এটা কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! হতবাক আন্তর্জাতিক মহল
ছবি: ফাইল চিত্র

Follow Us

ইসলামবাদ: পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে যারা ক্ষমতা অলিন্দে নিয়ে এসে পাকিস্তানের কুর্সিতে বসিয়েছিল, সেই পাকিস্তানি সেনাই ইমরানকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে। স্বভাবতই পাক সেনাবাহিনীকে নিয়ে চরম ক্ষুব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী। চলতি মাসের শেষ দিকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন ইমরান। এই কঠিন পরিস্থিতিতে তিনি যখন পাক সেনার দ্বারস্থ হয়েছিলেন, তখন তাঁকে সমর্থন না দেওয়ার কথা সরাসরি জানিয়ে দেন পাক সেনা প্রধান। এমনকী সেনা বাহিনীর তরফে তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে বলেই জানা গিয়েছিল।

পাকিস্তানি সেনার চাপে কোণঠাসা ইমরান খান এই প্রথমবার ভারতীয় সেনা বাহিনী নিয়ে মুখ খুললেন। তবে এই প্রথম ইমরানের মুখে ভারতীয় সেনার দরাজ প্রশংসা শোনা গিয়েছে। “ভারতীয় সেনা বাহিনী দুর্নীতিগ্রস্থ নয়। তার জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাজে কখনই হস্তক্ষেপ করে না।” রবিবার এই ভাবেই পাকিস্তানের এক জনসভা থেকে নাম না করে পাকিস্তানি সেনাকে কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী। সেই জনসভাতেও ইমরানের মুখে ভারতের প্রশংসা শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, “আমি ভারতকে সেলাম করি। ভারতের বিদেশ নীতি পাকিস্তানের থেকে অনেক উন্নত। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড জোটের অন্যতম সদস্য। কিন্তু তবুও ভারত নিজেকে নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। কারণ ভারতের বিদেশ নীতি সেদেশের জনগণের জন্য।”

পাকিস্তান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। অনাস্থা ভোট হলেই ইমরানের খানের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। ইমরানের জোটসঙ্গীরাই নয় বরং তাঁর দল তেহরিক-ই-ইনসাফের নির্বাচিত সদস্যরাও অনাস্থা প্রস্তাবে ইমরানের বিপক্ষেই ভোট দেবেন বলেই জানা গিয়েছিল। ইমরান শিবিরের দাবি, পাক সেনার প্রচ্ছন্ন মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইমরান শিবিরের দাবি, যে কোনও উপায়ে তাঁকে ক্ষমতাচ্যুত করাই পাক সেনার লক্ষ্য। হঠাৎ করেই তাই ভারত বিরোধিতার রাস্তা থেকে সরে এসে ভারতের বিদেশ নীতি ও সেনা বাহিনীর প্রশংসা করে কি প্রতিবেশি দেশের সমর্থন পেতে চাইছে ইমরান? প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন Putins Assassination: পুতিনকে খুন করা হতে পারে, পরবর্তী প্রেসিডেন্টের নামও চূড়ান্ত! সামনে এল চাঞ্চল্যকর দাবি

Next Article