Imran Khan: আজই ভাগ্যপরীক্ষা ইমরানের, গদি বাঁচাতে সার্বভৌমত্বের বুলি ‘কাপ্তানে’র মুখে!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 09, 2022 | 6:53 AM

Trust Vote: ইমরান বলেন, "আমরা জানতে পেরেছি যে মার্কিন কূটনীতিকরা আমাদের লোকজনের সঙ্গে দেখা করেছে। এরপরই তাদের গোটা পরিকল্পনা সম্পর্কে জানতে পারি"।

Imran Khan: আজই ভাগ্যপরীক্ষা ইমরানের, গদি বাঁচাতে সার্বভৌমত্বের বুলি কাপ্তানের মুখে!
ইমরান খান, ছবি: সংবাদ সংস্থা

Follow Us

ইসলামাবাদ: নিজের গদি বাঁচাতে মরিয়া কাপ্তান। এবার দেশের সার্বভৌমত্ব্য রক্ষার ডাক দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের সুপ্রিম কোর্টের তরফে আস্থা ভোট করানোর নির্দেশ দেওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন ইমরান। আজ, শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে আস্থা ভোট হওয়ার কথা। তার আগেই শুক্রবার পাকিস্তানের জনগণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তাদের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে পথে নামার আর্জি জানালেন। তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে বিদেশি সরকার তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন ইমরান।

সংসদে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই বিদেশি চক্রান্তের অভিযোগ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। সম্প্রতিই এক মার্কিন কূটনীতিবিদের নামও প্রকাশ করেন। শুক্রবারও জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেই চক্রান্তের তত্ত্বই টেনে আনেন ইমরান। তিনি দাবি করেন, বিদেশি শক্তিরা তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে কারণ তারা পাকিস্তানের ক্ষমতার শীর্ষে এমন একজন কাউকে বসাতে চান, যে হাতের পুতুল হয়ে থাকবে। দুর্নীতির মামলা থেকে বাঁচতে ও মোটা টাকা কামানোর জন্য বিরোধী দলগুলিও এই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে বলে দাবি করেন তিনি।

ইমরান বলেন, “আমরা জানতে পেরেছি যে মার্কিন কূটনীতিকরা আমাদের লোকজনের সঙ্গে দেখা করেছে। এরপরই তাদের গোটা পরিকল্পনা সম্পর্কে জানতে পারি”। জাতীয় সুরক্ষায় ঝুঁকি তৈরি হতে পারে বলে সেই গোপন তথ্য ফাঁস করছেন না বলেই জানান প্রাক্তন ক্রিকেটার। তবে এত সহজে তিনি ময়দান ছাড়বেন না বলেও সাফ জানিয়েছেন, খেলবেন শেষ বল অবধি।

দেশের সার্বভৈমত্ব রক্ষা করতে এবং বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে রবিবার সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ প্রদর্শন করার আর্জিও জানান। তিনি বলেন, “আমরা ২২ কোটি মানুষের দেশ। যদি বাইরের থেকে কেউ এই ২২ কোটি মানুষকে নির্দেশ দেয়, তবে তা অত্যন্ত লজ্জাজনক হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই পাক সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী নয়, তাই এই প্রস্তাব খারিজ করা যাবে না। ৪৮ ঘণ্টার মধ্যেই আস্থা ভোট করানোর নির্দেশ দেওয়া হয়। আজ সকাল ১০টায় পাক জাতীয় সংসদে আস্থা ভোট হবে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি না হলেও, সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন বলেই গতকাল জানান ইমরান খান। তবে তিনি বলেন, “আমি সুপ্রিম কোর্ট ও বিচারব্যবস্থাকে সম্মান করি। তবে রায় ঘোষণার আগে একবার হুমকি চিঠিগুলি দেখা উচিত ছিল।”

আস্থা ভোটে জয়ী হওয়ার জন্য ইমরানের দরকার কমপক্ষে ১৭২টি ভোট। তবে আপাতদৃষ্টিতে বিরোধীদের দিকেই পাল্লা ভারী। চলতি সপ্তাহেই অনাস্থা প্রস্তাব বাতিলের পর বিরোধীরা যে মক পার্লামেন্টের আয়োজন করেছিলেন, তাতে বিরোধীদের পক্ষে ১৯৭টি ভোট পড়েছিল। আজ যদি আস্থা ভোটে ইমরান খান হেরে যান, তবে তিনিই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হবেন, যাকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হবে। বিরোধী দলগুলি তাদের ইচ্ছামতো কাউকে প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন এবং ২০২৩ সালের অগস্ট মাস অবধি ক্ষমতায় থাকতে পারেন।  ৯০ দিনের মধ্যে যে নির্বাচন করানোর কথা বলা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

Next Article