শেষে কিনা ‘Condom’! বিরাট ভুল করে ফেললেন পাক প্রধানমন্ত্রী, এবার?

Shehbaz Sharif Trolled: ইরানের উপরে ইজরায়েলের হামলার নিন্দা করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটালেন মস্ত এক কাণ্ড, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

শেষে কিনা Condom! বিরাট ভুল করে ফেললেন পাক প্রধানমন্ত্রী, এবার?
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড।Image Credit source: PTI & Pixabay

|

Jun 14, 2025 | 7:12 PM

ইসলামাবাদ: নিন্দা করতে গিয়ে নিজেই নিন্দার মুখে! সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরানের উপরে ইজরায়েলের হামলার নিন্দা করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটালেন মস্ত এক কাণ্ড, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ইরানের উপরে ইজরায়েল যে হামলা চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে এই হামলার নিন্দা করতে গিয়েই তিনি লেখেন, “আই কন্ডোম”! ব্যস, এতেই নিন্দার ঝড়।

পাক প্রধানমন্ত্রীর পোস্ট

আসলে ইরানের উপরে ইজরায়েলের হামলার নিন্দা করে ‘I Condemn’ লিখতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। ভুল করে ‘Condemn’-র জায়গায় লিখে বসেন ‘Condom’। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন ভুলে নিন্দার ঝড় উঠেছে। শেহবাজ শরিফকে নিয়ে চলছে চরম ট্রোলিং।

রাষ্ট্রপ্রধানেরই যদি এমন ভুল হয়, তবে দেশের অবস্থা কী হবে, তা নিয়েও হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। যদিও ভুল  নজরে পড়তেই তড়িঘড়ি বানান ঠিক করে দেন শরিফ। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার, হয়ে গিয়েছে।