India Pakistan Talks: জলের দরে শান্তি! ‘আমরা প্রস্তুত…’, ভারতের উদ্দেশে বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Pak PM Shehbaz Sharif Intent to Talk: হাজার টালবাহানার পর গলা অবশেষে শুকিয়েছে পাকিস্তানের। তাই উপায় না পেয়ে এবার 'আমতা-আমতা' করছেন পাক রাষ্ট্রপ্রধান।

India Pakistan Talks: জলের দরে শান্তি! আমরা প্রস্তুত..., ভারতের উদ্দেশে বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
বাঁদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী, ডানদিকে পাক প্রধানমন্ত্রী শরিফ Image Credit source: PTI | Getty Image

|

May 27, 2025 | 10:37 AM

নয়াদিল্লি: তিনি তৈরি। ইরান থেকে ভারতের উদ্দেশে ঠিক এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হাজার টালবাহানার পর গলা অবশেষে শুকিয়েছে পাকিস্তানের। তাই উপায় না পেয়ে এবার ‘আমতা-আমতা’ করছেন পাক রাষ্ট্রপ্রধান।

সোমবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সমস্ত সমস্যার সমাধান সূত্র খুঁজতে চাই।’ এরপরেই নয়াদিল্লির উদ্দেশে শরিফের সংযোজন, ‘ওরা (ভারত) যদি আমাদের এই প্রস্তাব মেনে নেন। তবে আমরা দেখিয়ে দেব, পাকিস্তান সত্যি শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী।’

তুরস্ক সফর শেষ করে সোমবার ইরানে গিয়েছেন শরিফ। এরপর যাবেন তাজিকিস্তান ও আজারবাইজান। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতিকে সমর্থন করেছেন। পাশাপাশি, দুই দেশ যেন শান্তি আলোচনায় বসে, সেই নিয়েও শরিফকে নির্দেশ দিয়েছেন। এরপরেই ফের একবার ‘আমতা-আমতা’ করে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলে দাবি করেছে পাকিস্তান।

কিন্তু নয়াদিল্লি কি পাকিস্তানের আর্জি রাখবে? এই প্রসঙ্গে এখনও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগেও, জল, সীমানা, সন্ত্রাস নিয়ে আলোচনার আর্জি জানিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদী সাফ জানিয়ে দেন, আলোচনা হলে শুধুমাত্র সন্ত্রাস নিয়েই হবে।